বাংলা নিউজ > ছবিঘর > ঘরে বাইরে > Construction along China Border by India: চিন সীমান্ত ঘেঁষা রাস্তাই হোক কি দেশের সর্ববৃহৎ বাঁধ,কাজ শেষ করতে গঠিত প্যানেল
Construction along China Border by India: চিন সীমান্ত ঘেঁষা রাস্তাই হোক কি দেশের সর্ববৃহৎ বাঁধ,কাজ শেষ করতে গঠিত প্যানেল
1/5সম্প্রতি, ভারতীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সিকিমে এসে বলেছিলেন যে চিন সীমান্ত পর্যন্ত রেললাইন যাবে। এদিকে অরুণাচলে তিব্বতের খুব কাছেই তৈরি হচ্ছে দেশের সর্ববৃহৎ বাঁধ। তাছাড়া চিনের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমান্ত এবং প্রকৃত নিয়ন্ত্রণরেখা ঘেঁষে একাধিক রাস্তা এবং সেতু তৈরি করছে বর্ডার রোড অর্গনাইজেশন। এই সব প্রকল্পের কাজ যাতে দ্রুত গতিতে এগিয়ে যায়, তার তদারকির জন্যই গঠন করা হয়েছে নয়া প্রকল্প। বিভিন্ন মন্ত্রকের সমন্বয়ে গঠিত হয়েছে এই প্যানেল। (HT_PRINT)
2/5গালওয়ানে সংঘর্ষের আগে থেকেই ভারত-চিন সীমান্তে অস্থিরতা বিরাজ করছে। বিগত প্রায় তিন বছর ধরে স্থাবস্থা বদলের চেষ্টায় রয়েছে চিন। কখনও লাদাখ, তো কখনও অরুণাচলে অনুপ্রবেশের চেষ্টা করেছে চিনা লাল ফৌজ। এই আবহে সীমান্ত ঘেঁষা পরিকাঠামোগুলি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের জন্য। আর তাই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। (HT_PRINT)
3/5রাজনাথ সিংয়ের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে সিডিএস জেনারেল অনিল চৌহান, সেনা প্রধান, বায়ুসেনা প্রধানের পাশাপাশি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, পরিবেশ মন্ত্রী ভূপেন্ত্র যাদব, উত্তরাখণ্ড এবং অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। বৈঠকের পর সরকারের তরফে জানানো হয়েছে, অসম্পূর্ণ প্রকল্পগুলি দ্রুত সম্পন্ন করার জন্য, সচিবদের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটি নিয়মিত বৈঠক করবে এবং কাজের গতি খতিয়ে দেখবে। (HT_PRINT)
4/5গালওয়ান সংঘর্ষের পর থেকেই চিন সীমান্ত সংলগ্ন দুর্গম জায়গাগুলিতে রাস্তা, টানেল, সেতু, স্থায়ী প্রতিরক্ষা, হেলিপ্যাড নির্মাণের প্রচেষ্টা জোরদার করেছে সরকার। এই আবহে মঙ্গলবারের বৈঠকে উত্তরের সীমান্ত লাগোয়া প্রকল্পগুলির কাজের গতিপ্রকৃতি খতিয়ে দেখা হয় বলে জানানো হয়েছে সরকারের তরফে। প্রতিরক্ষামন্ত্রী সেই বৈঠকেই সকলকে বলেন যাতে অসম্পূর্ণ প্রকল্পগুলির কাজ সম্পন্ন করার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। (HT_PRINT)
5/5প্রতিরক্ষা মন্ত্রী সিং ব্যক্তিগতভাবে উত্তর সীমান্তে বিভিন্ন অবকাঠামো প্রকল্পের বাস্তবায়ন পর্যবেক্ষণ করছেন। বর্ডার রোডস অর্গানাইজেশনের (বিআরও) অর্থ বরাদ্দ ২০২৩-২৪ সালের জন্য ৪৩ শতাংশ বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় বাজেটে পাঁচ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বিআরও-কে। আগের বছর এই পরিমাণ ছিল ৩৫০০ কোটি টাকা। (HT_PRINT)