Sudip Roy Barman in Tripura Election Results 2023: পালটেছে রাজনৈতিক পরিস্থিতি। বাম জমানার পর টানা দু'বার গেরুয়া রঙে রঙিন হয়ে উঠেছে ত্রিপুরা। তারইমধ্যে নিজেও তিনবার দল পরিবর্তন করেছেন। তারপরও আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে ষষ্ঠবার জিতলেন আছেন সুদীপ রায় বর্মণ।
1/5এবার আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে লড়াই করেন সুদীপ। বিজেপি প্রার্থী পাপিয়া দত্তকে ৮,১৬২ ভোটে পরাজিত করেছেন কংগ্রেস প্রার্থী। সেই জয়ের ফলে ছ'বার বিধায়ক নির্বাচিত হয়েছেন সুদীপ। যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীররঞ্জন বর্মণের ছেলে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
2/5ছাত্র রাজনীতি দিয়ে রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন সুদীপ। কংগ্রেসের ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার (এনএসইউআই) নেতা ছিলেন। পরবর্তীতে এনএসইউআইয়ের প্রধান হয়েছিলেন। ওই সময় যথেষ্ট প্রভাবশালী হয়ে উঠেছিলেন। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Sudip Roy Barman)
3/5তবে ভোটের ময়দানে সুদীপের শুরুটা হার দিয়ে হয়েছিল। ১৯৯৩ সালে প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন সুদীপ। প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর বিরুদ্ধে হেরে গিয়েছিলেন। ১৯৯৮ সালে অবশ্য জয় পেয়েছিলেন। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি সুদীপকে। পরপর জিতেছেন নির্বাচনে। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Sudip Roy Barman)
4/5তারইমধ্যে ২০১৬ সালে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছিলেন সুদীপ। ২০১৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট বেঁধে কংগ্রেস লড়াই করার যে সিদ্ধান্ত নিয়েছিল, তার প্রতিবাদে দল ছেড়েছিলেন। যোগ দিয়েছিল তৃণমূলের। কিন্তু বেশিদিন সেই সম্পর্ক টেকেনি। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Sudip Roy Barman)
5/5২০১৭ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুদীপ। ২০১৮ সালে বিজেপি সরকারে মন্ত্রী হয়েছিলেন। কিন্তু দলবিরোধী কার্যকলাপের জন্য তাঁকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছিল। তারপর পুরনো দল কংগ্রেসে ফেরেন সুদীপ। তাৎপর্যপূর্ণভাবে এবার বাম-কংগ্রেস জোটের প্রার্থী হিসেবেই আগরতলা কেন্দ্র থেকে জিতলেন। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Sudip Roy Barman)