করোনাভাইরাস নিয়ে ভারতে আপতত আর সেরকম ভয় নেই। বিগত কয়েক মাসে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে দেশে। বর্তমানে খুবই অল্প সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন এই রোগে। তবে এরই মধ্যে এবার কপালে চিন্তার ভাঁজ ফেলে আবির্ভাব ঘটল নোরোভাইরাসের। জানা গিয়েছে, দক্ষিণের কেরলে নোরোভাইরাসে আক্রান্ত ছোট ছোট শিশুরা।
1/5জানা গিয়েছে, সম্প্রতি কেরলে ১৯ জন শিশু আক্রান্ত হয়েছে নোরোভাইরাসে। যা নিয়ে স্বভাবতই উদ্বিগ্ন সেই রাজ্যের স্বাস্থ্য দফতর। সংক্রমিত ১৯ জনই একই স্কুলের পড়ুয়া বলে জানা গিয়েছে। এই সংক্রমণ ছড়িয়ে পড়তেই সেই স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণির অফলাইন ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত অনলাইনে শুরু হয়েছে পঠন পাঠন। (প্রতীকী ছবি)
2/5কেরল সরকারের তরফে জানানো হয়েছে, এর্নাকুলাম জেলার একটি স্কুলের ১৯ জন পড়ুয়া নোরোভাইরাসে সংক্রমিত হয়েছে। এই ভাইরাসে সংক্রমিত সবারই পেটের সমস্যা দেখা দিয়েছে। প্রসঙ্গত, নোরোভাইরাস খুবই সংক্রামক। শিশু এবং যাদের শরীর দুর্বল, তাদেরই মূলত আক্রমণ করে নোরোভাইরাস। এই আবহে নোরোভাইরাসের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কেরল সরকার। (প্রতীকী ছবি)
3/5উল্লেখ্য, পেটের অসুস্থতা ঘটানো ভাইরাসের গোত্রে পড়ে নোরোভাইরাস। মূলত শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধক ক্ষমতা কম, তাদের ওপর আক্রমণ করে এই ভাইরাস। মূলত খাবার এবং জলের মধ্য দিয়ে নোরোভাইরাসের শরীরে প্রবেশ করে। তাছাড়া আক্রান্ত রোগীর থেকেও এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে অন্যের শরীরে। (প্রতীকী ছবি)
4/5নোরোভাইরাসে আক্রান্ত হলে বমি এবং ডায়ারিয়া হতে পারে রোগীর। এর সঙ্গে পেট ব্যথা, জ্বর, মাথাব্যথা হতে পারে। এর আগে দেশে প্রথম কেরলেই নোরোভাইরাসের হদিশ মিলেছিল ২০২১ সালে। সেবার সেই রাজ্যে নোরোভাইরাসে আক্রান্ত হয়েছিলেন প্রায় ৯০০ জন। শহুরে এলাকাতেই এই ভাইরাসের সংক্রমণ বেশি দেখা গিয়েছিল। এরপর গত বছর জুনেও কেরলের তিরুবনন্তপুরমের এক প্রাথমিক স্কুলের দুই শিশুর শরীরে নোরোভাইরাসের হদিশ মিলেছিল। (প্রতীকী ছবি)
5/5নোরোভাইরাসের সংক্রমণ ঠেকাতে বারবার হাত ধোয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। এছাড়া বেশি করে জল খেতে বলা হয়। বাইরে থেকে খাবার খেলে দেখে নিতে হবে তা পরিষ্কার জায়গায় রান্না করা হয়েছে কি না। কেরল সরকারের তরফে এই ভাইরাস নিয়ে বার্তা দেওয়া হয়েছে, সচেতন থাকুন তবে ভয় পাবেন না। (প্রতীকী ছবি)