বাংলা নিউজ > ছবিঘর > Norovirus in Kerala: এবার আতঙ্কের নাম নোরোভাইরাস, আক্রান্ত একই স্কুলের ১৯ পড়ুয়া

Norovirus in Kerala: এবার আতঙ্কের নাম নোরোভাইরাস, আক্রান্ত একই স্কুলের ১৯ পড়ুয়া

করোনাভাইরাস নিয়ে ভারতে আপতত আর সেরকম ভয় নেই। বিগত কয়েক মাসে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে দেশে। বর্তমানে খুবই অল্প সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন এই রোগে। তবে এরই মধ্যে এবার কপালে চিন্তার ভাঁজ ফেলে আবির্ভাব ঘটল নোরোভাইরাসের। জানা গিয়েছে, দক্ষিণের কেরলে নোরোভাইরাসে আক্রান্ত ছোট ছোট শিশুরা।