উত্তর করিয়ার নেতা কিম জং উনের বোন দক্ষিণ কোরিয়াকে চরম সতর্কবাণী শোনালেন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধানের মন্তব্যের প্রেক্ষিতে পরমাণু অস্ত্রের হুমকি দিলেন কিম ইয়ো জং।
1/5উত্তর করিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং মঙ্গলবার বলেছেন, উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে ‘নির্মূল’ করবে।
2/5কিম ইয়ো জং-এর এই সতর্কবার্তা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত হয়। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধান সুহ উকের করা মন্তব্যের প্রেক্ষিতে এই সতর্কবাণী ইয়ো জং-এর। এই নিয়ে গত তিন দিনের দক্ষিণ কোরিয়াকে দেওয়া দ্বিতীয় ‘হুঁশিয়ারি’ ইয়ো জং-এর।
3/5এর আগে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধান সুহ শুক্রবার বলেছিলেন যে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর কাছে এমন সব অস্ত্র রয়েছে যা ‘উত্তর কোরিয়ার যে কোনও লক্ষ্যবস্তুতে সঠিকভাবে এবং দ্রুত আঘাত করতে সক্ষম। উত্তর কোরিয়া যেখান থেকে মিসাইল লঞ্চ করতে পারে, সেখানেই আঘাত হানতে পারবে দক্ষিণ কোরিয়ার এই অস্ত্র।’
4/5জবাবে, কিম ইয়ো জং বলেছেন যে ‘পাগল’ সুহের এটা একটি ‘খুব বড় ভুল’ ছিল যে একটি পারমাণবিক শক্তির বিরুদ্ধে হামলার বিষয়ে আলোচনা করছেন তিনি। ইয়ো জং বলেন, ‘যদি দক্ষিণ কোরিয়া আমাদের সাথে সামরিক সংঘর্ষের পথ বেছে নেয়, তবে আমাদের পারমাণবিক বাহিনীকে অনিবার্যভাবে তার দায়িত্ব পালন করতে হবে।’
5/5কিম জং উনের বোন বলেছেন যে তাঁর দেশের পারমাণবিক বাহিনীর ‘প্রাথমিক মিশন’ প্রতিরোধক হিসাবে কাজ করা। কিন্তু যদি একটি সশস্ত্র সংঘাত শুরু হয় তাহলে পরমাণু অস্ত্রগুলি ব্যবহার করে শত্রুর সশস্ত্র বাহিনীকে নির্মূল করা হবে। তিনি আরও দাবি করেন, উত্তরের তুলনায় দক্ষিণ কোরিয়ার সামরিক শক্তি অনেক কম।