Petrol and Diesel Price Slash: পেট্রোল-ডিজেলের দাম কমাতে চলেছে সরকার, দাবি আধিকারিকদের
Updated: 19 Dec 2023, 10:32 AM ISTপ্রায় দু'বছর আগে এক ধাক্কায় অনেকটা দাম কমানো হয়েছিল পেট্রোল ও ডিজেলের। এরপর বিভিন্ন রাজ্যও জ্বালানি তেলের ওপর ধার্য কর কমিয়েছিল। তবে কয়েকটি রাজ্যে ভ্যাট কমানো হয়নি। এই আবহে বাকি দেশের থেকে সেখানে এখনও বেশি দামে বিকোচ্ছে পেট্রোল ও ডিজেল। এই আবহে বড় পদক্ষেপ করতে পরে সরকার।
পরবর্তী ফটো গ্যালারি