Nusrat Jahan: লেটেস্ট ফটোশ্যুটে বোল্ড লুকে নেটদুনিয়ায় উষ্ণতার পারদ চড়াচ্ছেন নুসরত জাহান। তাঁকে দেখে ঘুম উড়েছে নেটিজেনদের। অভিনেত্রীকে শীঘ্রই যশ দাশগুপ্তর সঙ্গে আগামী ছবি ‘শিকারে’ দেখা যাবে।
1/5কথায় আছে, যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধানে। সেই কথাই খাটে নুসরত জাহানের ক্ষেত্রে। একাধারে তিনি অভিনেত্রী, অন্যদিকে সাংসদ। পাশাপাশি স্বামী যশ দাশগুপ্ত এবং ছেলেকে নিয়ে সুন্দর করে সংসারের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। সদ্য নতুন ফটোশ্যুটে গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন নুসরত। (ছবি ইনস্টাগ্রাম)
2/5কালো ব্রালেট টপের সঙ্গে কালো জিনস এবং ডিজাইনার কালো জ্যাকেট পরে নতুন ফটোশ্যুটে ধরা দেন নুসরত। ঢেউ খেলানো চুল, ন্যুড লিপস্টিক, চোখে আইলাইনার, গাঢ় কাজলে হট লুকে অভিনেত্রী।
3/5ছবিগুলি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘দু-চাকা তোমার হৃদয়কে চালিয়ে নিয়ে যায়। শুধুমাত্র বাইক প্রেমীরাই বুঝতে পারবে’। অর্থাৎ বাইকের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেছেন অভিনেত্রী।
4/5সাংসদ-অভিনেত্রীর লেটেস্ট ফটোশ্যুটে বোল্ড আউট নেটিজেনরা। তবে উড়ে এসেছে নানা ট্রোলও। এক নেটিজেনের মন্তব্য, ‘এটা তো মিঠুনদার জ্যাকেট?' সাংসদ-অভিনেত্রীর পোস্টে ভালোবাসা উজাড় করেছেন নেটিজেনরা।
5/5স্বামী যশ দাশগুপ্তের সঙ্গী শীঘ্রই পর্দায় জুটি বাঁধবেন নুসরত। দেবরাজ সিংহের নতুন ছবি ‘শিকারে’ দেখা যাবে তাঁকে। থ্রিলার ঘরানার ছবি। আগামী মাস থেকেই শ্যুটিং শুরু হবে শিকারের।