ডিএলএফ গোষ্ঠীর সাম্মানিক চেয়ারম্যান কেপি সিং ৯১ বছর বয়সে আবারও জীবনে নতুন করে প্রেম খুঁজে পেয়েছেন। দীর্ঘ ৬৫ বছর বিবাহিত থাকার পর গত ২০১৮ সালে নিজের স্ত্রীকে হারিয়েছিলেন কেপি সিং। আর সম্প্রতি তিনি নতুন করে একজনকে সঙ্গী হিসেবে পেয়েছেন বলে জানালেন। সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন প্রেমিকার নামও জানান ডিএলএফ কর্তা।
1/4ডিএলএফ-এর শীর্ষ কর্তার প্রেমিকার বয়স সম্পর্কে কিছু জানা যায়নি। তবে রিপোর্ট অনুযায়ী, কেপি সিংয়ের নয়া প্রেমিকার নাম শীনা। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের মৃত স্ত্রীকে নিয়ে কথা বলেন কেপি সিং। তিনি বলেন, মৃত্যু ছয় মাস আগে তাঁর স্ত্রী তাঁকে 'পরামর্শ' দিয়েছিলেন যাতে জীবনে কখনও তিনি হাল না ছাড়েন। আর সেই পরামর্শ মতোই নতুন প্রেম খুঁজে পেয়েছেন কেপি সিং।
2/4সাক্ষাৎকারে কেপি সিং বলেন, 'আমার বিবাহিত জীবন খুব সুখের ছিল। আমার স্ত্রী শুধু আমার সঙ্গীই নয়, বন্ধুও ছিলেব। আমাদের বোঝাপড়া ভালো ছিল। এরকম কাউকে হারালে আপনি একটি একাকী পরিস্থিতিতে পড়ে যান। ৬৫ বছর ধরে যে মানুষটা আপনার সঙ্গী ছিল, তাঁকে হারালে আপনি বিষণ্ণতায় ভুগবেন। আপনি সেই আগের মতো থাকতে পারবেন না। তবে কোম্পানির কাজের জন্য তা ঠিক নয়।'
3/4কেপি সিং বলেন, 'সবসময় ইতিবাচক থাকতে হবে। কোম্পানি চালাতে হলে সক্রিয় থাকতে হবে। তবে ভালোবাসার মানুষকে হারালে আপনার কাজের গতি ধীর হয়ে যেতে পারে।' তিনি আরও বলেন, 'আমার স্ত্রী মারা যাওয়ার ছয় মাস আগে আমাকে বলেছিলেন যাতে আমি জীবনে হাল না ছেড়ে দিই। তিনি আমাকে বলেছিলেন যে আমার সামনে আরও অনেকটা জীবন পড়ে আছে। তিনি আমাকে প্রতিশ্রুতি দিতে বলেছিলেন যে আমি জীবনে হাল ছাড়ব না। আমার বউ বলেছিলেন, এই জীবন আর ফিরে আসবে না। এই কথাগুলো আমার সাথে থেকে গিয়েছে।'
4/4এরপর নতুন সঙ্গী প্রসঙ্গে কেপি সিং বলেন, 'ওঁর নাম শীনা। তিনি এখন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের মধ্যে একজন। সে খুবই উদ্যমী। সে আমাকে সজাগ রাখে। সারা বিশ্ব জুড়ে তার অনেক চমৎকার বন্ধু আছে, তাই আমি তাঁদের সাথে ঘুরতে যাই। সে সবসময় আমাকে অনুপ্রাণিত করে। যখনই আমি হতাশ বোধ করি, সে আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে ধাক্কা দেয়। সে আমার জীবনের একটি উল্লেখযোগ্য অংশ।'