Fabindia জানিয়েছে, বর্তমানে বাজারের পরিস্থিতি একেবারেই IPO-র জন্য অনুকূল না নয়। সেই কারণেই এই শেয়ার লিস্টিংয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে বলে ঠিক করা হয়।
1/5শেয়ার বাজার টালমাটাল। বড়-বড় সংস্থার IPO ধরাশায়ী হয়েছে। এমতাবস্থায় আর ঝুঁকি নিতে চাইল না Fabindia । ৪,০০০ কোটি টাকার IPO-র নথি ও প্রস্তাব ফিরিয়ে নিল সংস্থা। মডার্ন টুইস্ট-সহ ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক বিক্রির জন্য পরিচিত ফ্যাবইন্ডিয়া। ফাইল ছবি: মিন্ট (PTI)
2/5Fabindia জানিয়েছে, বর্তমানে বাজারের পরিস্থিতি একেবারেই IPO-র জন্য অনুকূল নয়। সেই কারণেই এই শেয়ার লিস্টিংয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে বলে ঠিক করা হয়। ফাইল ছবি: ফ্যাবইন্ডিয়া (PTI)
3/5ফ্যাবিন্ডিয়া অবশ্য বেশ পরিচিত সংস্থা। একে আর পাঁচটা স্টার্টআপের সঙ্গে মিলিয়ে ফেলা ঠিক হবে না। ১৯৬০ সালে ফোর্ড ফাউন্ডেশনের হয়ে নয়াদিল্লিতে কর্মরত মার্কিন উদ্যোক্তা জন বিসেল এর সূচনা করেন। নয়াদিল্লির গ্রেটার কৈলাসে তার প্রথম রিটেল স্টোর খোলে সংস্থা। ফাইল ছবি: পিটিআই (PTI)
4/5সেইসঙ্গে পরে ভারতে তৈরি অন্দরসজ্জার সামগ্রী বিদেশে রফতানি করত। সংস্থার চেয়ারম্যান জন-এর ছেলে উইলিয়াম নন্দা বিসেল। ২০২০ সালের জুলাইয়ের পরিসংখ্যান অনুযায়ী, ফ্যাবিন্ডিয়ার ভারত জুড়ে ৩২৭টি স্টোর রয়েছে। বিদেশের মাটিতেও ১৪টি আন্তর্জাতিক স্টোর আছে সংস্থার। ফাইল ছবি: ফ্যাবইন্ডিয়া (PTI)
5/5শুধু স্টোরই নয়। যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে অনলাইন ই-কমার্সেও প্রবেশ করেছে ফ্যাব ইন্ডিয়া। সম্প্রতি সংস্থার দিওয়ালি কালেকশনের নাম 'জশন-ই-ইস্ক' রাখায় তাই নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। ফাইল ছবি: ফ্যাবইন্ডিয়া (PTI)