গত মঙ্গলবারেই স্বেচ্ছায় নিজেদের দেউলিয়া ঘোষণা কর... more
গত মঙ্গলবারেই স্বেচ্ছায় নিজেদের দেউলিয়া ঘোষণা করার জন্য ন্যাশমাল কোম্পানি ল' ট্রাইবুনালের কাছে একটি আবেদন জমা দিয়েছিল গো ফার্স্ট কর্তৃপক্ষ। আপাতত আগামী ১৫ মে পর্যন্ত টিকিট বিক্রি বন্ধ রেখেছে সংস্থা। এমতাবস্থায় DGCA-এর তরফে বিক্রি হওয়া টিকিটের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংস্থাকে।
1/5Go First-এর বাতিল টিকিটের রিফান্ডের জন্য আরও দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হতে পারে। আপাতত প্রয়োজনীয় তহবিল সংগ্রহের জন্য ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল এবং ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে গোফার্স্ট। মানিকন্ট্রোলের প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে একাধিক সূত্র। ফাইল ছবি: গোফার্স্ট (Go First)
2/5গত মঙ্গলবারেই স্বেচ্ছায় নিজেদের দেউলিয়া ঘোষণা করার জন্য ন্যাশমাল কোম্পানি ল' ট্রাইবুনালের কাছে একটি আবেদন জমা দিয়েছিল গো ফার্স্ট কর্তৃপক্ষ। আপাতত আগামী ১৫ মে পর্যন্ত টিকিট বিক্রি বন্ধ রেখেছে সংস্থা। এমতাবস্থায় DGCA-এর তরফে বিক্রি হওয়া টিকিটের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংস্থাকে। ফাইল ছবি: পিটিআই (Go First)
3/5'গো ফার্স্ট ২ মে-এর পরে বাতিল হওয়া উড়ানের টিকিটের টাকা ফেরত দেওয়ার জন্য অর্থ সংগ্রহ করবে। এর জন্য এনসিএলটি-র কাছে মোরাটোরিয়াম-এর জন্য আবেদন করা হবে,' জানিয়েছেন গোফার্স্টের সঙ্গে জড়িত এক সূত্র। ফাইল ছবি: এএফপি (Go First)
4/5তিনি যোগ করেন, গ্রাহকদের রিফান্ড দেওয়াটাই আপাতত গো ফার্স্টের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে গোটা প্রক্রিয়াকরণে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে। ফাইল ছবি: মিন্ট (Go First)
5/5এয়ারলাইনের সঙ্গে জড়িত আরেকটি সূত্র জানিয়েছে, গো ফার্স্ট এবং সংস্থার মালিকরা শীঘ্রই বাজার থেকে প্রায় ২০০ কোটি টাকা তুলতে পারে। এর মাধ্যমে যেমন রিফান্ডের টাকা তোলা হবে, এর পাশাপাশি সমস্ত কর্মীদের বেতনও দেওয়া হবে। ফাইল ছবি: রয়টার্স (Go First)