Twitter alternative Bluesky: টেকক্রাঞ্চ-এর প্রতিবেদন অনুযায়ী, ব্লুস্কাই আপাতত ইনভাইট-অনলি বেটা ফেজে রয়েছে। অ্যাপ ইন্টেলিজেন্স ফার্ম data.ai অনুযায়ী, iOS অ্যাপের আকারে গত ১৭ ফেব্রুয়ারি এটি বাজারে আসে।
1/5নতুন প্ল্যাটফর্ম ব্লুস্কাই চালু করলেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন সিইও জ্যাক ডরসি। সামাজিক মাধ্যমে নতুন করে প্রবেশ করলেন তিনি। ইতিমধ্যেই অ্যাপেল অ্যাপ স্টোরে এসে গিয়েছে ব্লুস্কাই। বর্তমানে টেস্টিং পর্যায়ে রয়েছে। ফাইল ছবি: ব্লুস্কাই (Bluesky)
2/5টেকক্রাঞ্চ-এর প্রতিবেদন অনুযায়ী, ব্লুস্কাই আপাতত ইনভাইট-অনলি বেটা ফেজে রয়েছে। অ্যাপ ইন্টেলিজেন্স ফার্ম data.ai অনুযায়ী, iOS অ্যাপের আকারে গত ১৭ ফেব্রুয়ারি এটি বাজারে আসে। ফাইল ছবি: ব্লুস্কাই (Bluesky)
3/5 ইতিমধ্যেই টেস্টাররা এর ডাউনলোড শুরু করে দিয়েছে। ২,০০০ বার ইনস্টল করা হয়েছে। ফাইল ছবি: ব্লুস্কাই (Bluesky)
4/5ব্লুস্কাই-এর ইউজার ইন্টারফেস খুব সাদামাটা। ব্যবহারকারীরা অ্যাপের মধ্যে একটি প্লাস বোতামে ক্লিক করে ফটো সহ ২৫৬ অক্ষরের পোস্ট করতে পারবেন। অনেকটা টুইটারেরই মতো। ফাইল ছবি: ব্লুস্কাই (Bluesky)
5/5এই অ্যাপকে টুইটারের নতুন প্রতিদ্বন্দী বলে মনে করা হচ্ছে। বর্তমানে ইলন মাস্কের বিভিন্ন সিদ্ধান্তের কারণে টুইটার নিয়ে বিতর্ক রয়েছে। যদিও টুইটারের ব্যবহারকারী সংখ্যা এখনও সর্বকালের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি আছে। সেই বাজারে ব্লুস্কাই সুবিধা করতে পারে কিনা, এখন সেটাই দেখার। ফাইল ছবি: ব্লুস্কাই (Bluesky)