হোলি আসছে। এদিকে শীতকাল বিদায় নিয়ে বসন্ত আসতে না আসতেই গ্রীষ্মের তাপ অনুভব করছেন কলকাতাবাসী। এদিকে আর্থিক বছর শেষে জমে রয়েছে প্রচুর ছুটি? এই আবহে হোলির ছুটিতে চট করে ঘুরে আসতে চাইছেন পাহাড়ে? তবে উত্তরবঙ্গের ট্রেনে আর টিকিট নেই? সেই মুসকিল আসান করল রেল। এবার হোলির জন্য উত্তরবঙ্গগামী একটি স্পেশাল ট্রেনের ঘোষণা করল রেল।
1/4উত্তর-পূর্ব রেলের তরফে হোলি উপলক্ষে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে বেশ কিছু ট্রেন চলবে পশ্চিমবঙ্গেও। বিশেষ ট্রেনগুলি কোনটা, কোন সময়ে চলবে জেনে নিন - ডিব্রুগড়-গোরখপুর স্পেশাল ট্রেন রওনা হবে ২ মার্চ ও ৯ মর্চ। সন্ধ্যা ৭ ট ২৫ মিনিটে ডিব্রুগড় থেকে রওনা হবে, গোরখপুর পৌঁছবে পরের দিন সকাল সাড়ে ৭ টায়। আর গোরখপুর থেকে ট্রেনটা ছাড়বে ৭ ও ১৪ মার্চ। সকাল ৭ টা ৫০ মিনিটে রওনা হয়ে ডিব্রুগড় পৌঁছবে রাত ৯ টা ১৫ মিনিটে। (MINT_PRINT)
2/4এদিকে গোরখপুর-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন ৪ ও ১১ মার্চ রওনা হবে গোরখপুর থেকে। ছাড়বে বিকেল ৫ টায়। নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন সকাল ১১ টায়। ৬ ও ১৩ মার্চ রওনা হবে নিউ জলপাইগুড়ি থেকে। বিকেল ৩ টেয় রওনা হবে গোরখপুর পৌঁছবে পরের দিন সকাল সাড়ে ৬ টায়। (MINT_PRINT)
3/4তাছাড়া শিয়ালদা-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেনটি শিয়ালদা থেকে রওনা হবে ৩ মার্চ। রাত ১১ টা ৪০ মিনিটে রওনা হবে। নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন সকাল ১০ টা ৪৫ মিনিটে। নিউ জলপাইগুড়ি থেকে রওনা হবে ৪ মার্চ সকাল ১২ টা ১৫ মিনিটে। শিয়ালদায় রাত ১১ টা ৫০ মিনিটে পৌঁছবে ট্রেনটি। (MINT_PRINT)
4/4এদিকে শিয়ালদা থেকে আরও একটি স্পেশাল ট্রেন হোলি উপলক্ষে যাবে নিউ জলপাইগুড়ি। এই ট্রেনটি শিয়ালদা থেকে রওনা হবে ৪ মার্চ। রাত ১১ টা ৪০ মিনিটে ছাড়বে, পরের দিন নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন ১০ টা ৪৫ মিনিটে। ৫ মার্চ নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে দুপুর ১২ টা ১৫ মিনিটে, শিয়ালদায় পৌঁছবে রাত ১১ টা ৫০ মিনিটে। (MINT_PRINT)