কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১২তম কিস্তির জন্য অপেক্ষা করে রয়েছেন। আগের বছর পিএম কিষাণের কিস্তি অগস্ট মাসে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। তবে এবছর সেপ্টেম্বর শেষ হতে চললেও এখনও কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এই আবহে পিএম কিষাণ নিয়ে বড় আপডেট দিলেন উত্তরপ্রদেশের কৃষিমন্ত্রী।
1/4উত্তরপ্রদেশের কৃষিমন্ত্রী সূর্য প্রতাপ শাহি জানিয়েছেন, সাইটের যাচাইকরণ শেষ হওয়ার পরেই দেওয়া হবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১২তম কিস্তির টাকা। তিনি বলেন, নতুন তালিকা তৈরির পর এই অর্থ কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। উত্তরপ্রদেশ এ পর্যন্ত পরিচালিত সমীক্ষায় ২১ লাখ কৃষক অযোগ্য বলে গণ্য হয়েছে।
2/4জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা পাঠানো হয়েছে প্রায় ৭৭ হাজার মৃত কৃষকের অ্যাকাউন্টে। এছাড়াও, লক্ষ লক্ষ অযোগ্য কৃষকও এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। গোটা রাজ্যে ৯৬৪৫৯টি গ্রামে চলছে এই প্রকল্পের যাচাই-বাছাই প্রক্রিয়া। কৃষিমন্ত্রী সূর্য প্রতাপ শাহি আরও জানান, যে অযোগ্যদের প্রকল্পের অধীনে টাকা দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে আগামী সময়ে তা ফেরত নেওয়া হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/4সমস্ত সুবিধাভোগী কৃষক বার্ষিক ৬ হাজার টাকা পেয়ে থাকেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায়। এই ছয় হাজার টাকা কৃষকরা তিনটি ২ হাজার টাকার কিস্তিতে পেয়ে থাকেন। উল্লেখ্য যদি কোনও সুবিধাভোগী কৃষক ভুল তথ্য দিয়ে থাকেন, তাহলে তাঁকে টাকা ফেরত দিতে হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/4যাচাই-বাছাই করে পিএম কিষাণের তালিকা থেকে এমন সব সুবিধাভোগীদের নাম বাদ দেওয়া হচ্ছে যারা আয়কর জমা করেন বা যারা মারা গেছেন বা সাংবিধানিক পদে আছেন। এই সমস্ত কৃষকদের এই প্রকল্পের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। এখনও পর্যন্ত সম্মান নিধির অধীনে প্রাপ্ত টাকাও ফেরাতে হয়েছে তাদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)