২০২১ সালের বাজেটেই এর ঘোষণা হয়েছিল। নয়া নিয়ম ১ এ...
more
২০২১ সালের বাজেটেই এর ঘোষণা হয়েছিল। নয়া নিয়ম ১ এপ্রিল, ২০২২ থেকে কার্যকর হবে।
1/5এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF) একটি অবসরকালীন পরিকল্পনা। অবসর গ্রহণের পরে এই প্রকল্পের টাকা তোলা হয়। কিন্তু প্রয়োজনে আরও আগে টাকা তোলা যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (Reuters)
2/5পাঁচ বছরের আগে টাকা তুললে তার উপর টিডিএস: যদি কোনও কর্মচারী পাঁচ বছরের আগে EPF থেকে টাকা তোলেন, তাহলে তার উপর TDS আরোপ করা হয়। পাঁচ বছর হওয়ার পরে টাকা তুললে সেক্ষেত্রে কোনও টিডিএস ধার্য হবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (Reuters)
3/5তবে নির্দিষ্ট পরিস্থিতিতে, পাঁচ বছরের আগে টাকা তুললে, সেক্ষেত্রে TDS প্রযোজ্য হবে না। এর মধ্যে চাকুরিজীবীর অসুস্থ হয়ে যাওয়া বা ব্যবসা বন্ধ হয়ে যাওয়া অন্তর্ভুক্ত। এই ক্ষেত্রে নিয়োগকর্তা টিডিএস কাটতে পারবেন না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স ) (Reuters)
4/5এপ্রিল থেকে প্রযোজ্য হবে নতুন নিয়ম : EPF স্কিমে বার্ষিক ২.৫ লক্ষের বেশি রাখার ক্ষেত্রে উপর অর্জিত সুদের উপর কর দিতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (Reuters)
5/5বাজেটেই এর ঘোষণা হয়েছিল। নয়া নিয়ম ১ এপ্রিল, ২০২২ থেকে কার্যকর হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)