বাংলা নিউজ > ছবিঘর > Rahul Gandhi on G20 Prep: গরিব ও পশুদের লোকাচ্ছে ভারত সরকার, জি২০-র সাজসজ্জা নিয়ে মোদীকে তোপ রাহুল গান্ধীর

Rahul Gandhi on G20 Prep: গরিব ও পশুদের লোকাচ্ছে ভারত সরকার, জি২০-র সাজসজ্জা নিয়ে মোদীকে তোপ রাহুল গান্ধীর

জি২০ সম্মেলনের জন্য সেজে উঠেছে দিল্লি। বিভিন্ন জায়গায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। এরই মধ্যে গতকাল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়, মোদী সরকার নাকি পথ কুকুরদের নশংস ভাবে রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছে। এই নিয়ে এবার মুখ খুললেন রাহুল গান্ধী।