বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, তিনি আশাবাদী যে তিনি সংসদে এই বিষয়ে মুখ খুলতে পারবেন, তিনি জানান, তাঁর ‘অধিকার রয়েছে সংসদে বক্তব্য রাখার’। .
1/5লন্ডনের মাটিতে বসে ভারতে সাম্প্রতিককালে গণতন্ত্র ইস্যুতে বেশ কিছু অভিযোগ মোদী সরকারের দিকে তুলে সদ্য বক্তব্য রাখেন রাহুল গান্ধী। তারপরই তাঁকে ক্ষমা চাইতে বলে সরব হয় বিজেপি। সেই ইস্যু নিয়ে এদিন মুখ খোলেন কংগ্রেসের ওয়েনাদের সাংসদ রাহুল গান্ধী। . (PTI Photo/Kamal Singh)(PTI03_16_2023_000101B) (PTI)
2/5বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, তিনি আশাবাদী যে তিনি সংসদে এই বিষয়ে মুখ খুলতে পারবেন, তিনি জানান, তাঁর ‘অধিকার রয়েছে সংসদে বক্তব্য রাখার’। . (PTI Photo/Kamal Singh)(PTI03_16_2023_000103B) (PTI)
3/5রাহুল গান্ধী বলেন,'যেমন অভিযোগগুলি সংসদে তোলা হয়েছে, তেমন এটা আমার গণতান্ত্রিক অধিকার যাতে আমাদের সুযোগ দেওয়া হয় কথা বলার। যদি ভারতের গণতন্ত্র সঠিকভাবে চলে, তাহলে আমাকে বলতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। আসলে আপনারা যা দেখছেন, তা ভারতীয় গণতন্ত্রের পরীক্ষা।' . (PTI Photo/Kamal Singh)(PTI03_16_2023_000102A) (PTI)
4/5এদিন সংসদে ঢোকার আগেই রাহুল গণতন্ত্র ইস্যুতে বিতর্কিত মন্তব্যের জেরে সংসদে বলতে চান বলে সাংবাদিকদের জানান। এরপর রাহুল বলেন, তিনি এদিন সংসদে গিয়ে লোকসভার স্পিকারের সঙ্গে কথা বলে, এই বিতর্কিত বিষয়ে বক্তব্য রাখার আর্জি জানান। রাহুল বলছেন, ‘সরকারের চারজন মন্ত্রী আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তাই আমি মনে করি আমার অধিকার রয়েছে এই বিষয়ে সংসদে ভাষণ দিতে পারার। আমি আশাবাদী যে আগামিকাল আমি সংসদে বক্তব্য রাখতে পারব।' PTI Photo/Ravi Choudhary)(PTI03_16_2023_000114B) (PTI)
5/5রাহুল গান্ধী এদিন বলেন, সদ্য তিনি বাজেট অধিবেশনে যে বক্তব্য রেখেছিলেন, সেখানে তিনি আদানি ও মোদী সম্পর্কে একাধিক প্রশ্ন ছুড়ে দেন। সংসদে, রাহুলের বক্তব্যের সেই অংশ সংসদের ভাষণের নথি থেকে ছেঁটে ফেলা হয়েছে। সেই প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে রাহুল ফের একবার খোঁচা দেন মোদী সরকারকে। (PTI Photo/Ravi Choudhary)(PTI03_16_2023_000115B) (PTI)