ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) বরাত মিলেছে। তারপরেই শেয়ার বাজারে উত্থান হল একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার। সেই সংস্থায় কি আপনারও টাকা আছে? তা দেখে নিন -
1/5ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) থেকে দুটি বরাত মিলেছে। তারপরই শেয়ার বাজারে RailTel-র কেনাবেচা বেড়ে গেল।বুধবার বাজার বন্ধের সময় RailTel-র প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ২.১০ শতাংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/5বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) RailTel Corporation of India Ltd-র প্রতিটি শেয়ারের দাম ঠেকেছে ৯৯.৪৫ টাকায়। বেড়েছে ২.০৫ টাকা। একটা সময় তো প্রতিটি শেয়ারের দাম ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/5বিশেষত গত মাসের মাঝামাঝি সময় অনেকটা ধাক্কা খেয়েছিল RailTel। প্রায় ১২০ টাকার স্তর থেকে প্রতিটি শেয়ারের দাম ৯২ টাকার স্তরে নেমে গিয়েছিল। গত ৫২ সপ্তাহে যে সংস্থার প্রতিটি শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ১৬৪.৭ টাকা (গত বছরের ১০ জুন)। সর্বনিম্ন ছিল ৮৪ টাকা (চলতি বছরের ৩১ মার্চ)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/5বিশেষজ্ঞদের মতে, শেয়ার বাজারের সাম্প্রতিক ধাক্কা কাটিয়ে ওঠার পিছনে আছে ডিআরডিওয়ের বরাত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
5/5বাজারে রেলটেলের মুনাফার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩,১৮০ টাকা। যে সংস্থা ডিআরডিওয়ের থেকে ৬৮.৮৬ কোটি টাকার অর্ডার পেয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)