বুধবার (আগামিকাল) রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে রাম মন্দির কেমন দেখতে হবে, সেই ছবি প্রকাশ করল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। দেখে নিন প্রস্তাবিত রাম মন্দিরের ছবি -
1/6শিল্পীর ভাবনায় রাম মন্দির (ছবি সৌজন্য, টুইটার @ShriRamTeerth)
2/6সামনে থেকে এরকম দেখতে লাগবে রাম মন্দিরকে (ছবি সৌজন্য এএনআই)
3/6মঙ্গলবার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে বলা হয়েছে, 'শ্রীরাম জন্মভূমি মন্দির ভারতীয় স্থাপত্যের এক অনন্য নিদর্শন হয়ে থাকবে।' (ছবি সৌজন্য, টুইটার @ShriRamTeerth)
4/6রাম মন্দিরের প্রস্তাবিত মডেলের বাইরের অংশের মোট ছ'টি ছবি সামনে আনা হয়েছে। (ছবি সৌজন্য, টুইটার @ShriRamTeerth)
5/6মন্দিরের অন্দর মহলেরও দুটি ছবি প্রকাশ করা হয়েছে। (ছবি সৌজন্য, টুইটার @ShriRamTeerth)
6/6শ্রীরাম জন্মভূমি মন্দিরের মাধ্যমে দেবত্ব এবং মহিমা তুলে ধরা হবে। (ছবি সৌজন্য, টুইটার @ShriRamTeerth)