পঞ্জাব কিংসের বিরুদ্ধে চার নম্বরে নামেন দীনেশ কার্তিক। বুঝিয়ে দেন যে কেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ‘ফিনিশার’ হিসেবে তাঁর উপর ভরসা করেছে।
1/6নয়া দলে আসার পর যেন নতুনভাবে শুরু করলেন দীনেশ কার্তিক। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) প্রথম ম্যাচেই বিধ্বংসী ইনিংস খেললেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রাক্তন অধিনায়ক। (ছবি সৌজন্যে টুইটার)
2/6রবিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে চার নম্বরে নেমে ১৪ বলে অপরাজিত ৩২ রান করেন। স্ট্রাইক রেট ২২৮.৫৭। (ছবি সৌজন্যে টুইটার)
3/6রবিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে কার্তিক যখন নামেন, তখন ব্যাঙ্গালোরের স্কোর ছিল ১৭.১ ওভারে ১৬৮ রানে দু'উইকেটে। ফলে একেবারে ফিনিশার হিসেবে মাঠে নামেন। মাঠে নেমে সেই কাজটাই করেন। (ছবি সৌজন্যে আইপিএল)
4/6অপরাজিত ৩২ রানের ইনিংসে তিনটি ছক্কা এবং তিনটি বাউন্ডারি মারেন কার্তিক। (ছবি সৌজন্যে আইপিএল)
5/6কার্তিকের শটে মুগ্ধ হন অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলি। ব্যাটে তালি দিয়ে প্রশংসা করেন। পরে ২০ ওভার শেষে কার্তিকের কাঁধে হাত দিয়ে মাঠ ছাড়েন। (ছবি সৌজন্যে আইপিএল)
6/6অথচ গতবার কেকেআরের হয়ে তেমন আহামরি খেলতে পারেননি। ১৭ ম্যাচে ২২৩ রান করেছিলেন। গড় ছিল ২২.৩। স্ট্রাইক রেট ১৩১.১৭। সেই পরিস্থিতিতে এবার তাঁকে রিটেন করেনি। যদিও প্রথম ম্যাচে ডিকের ফর্ম দেখে নিশ্চয়ই কিছুটা হলেও ‘কষ্ট’ হবে কেকেআরের। (ছবি সৌজন্য আইপিএল)