গত কয়েক সপ্তাহ ধরে মুকেশ আম্বানি 'তীর্থযাত্রা'য় বেরিয়েছেন। বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেছেন তিনি। মন্দির ট্রাস্টগুলিতে কোটি কোটি টাকা দান করেন তিনি।
1/5কেদারনাথে পুজো দিয়ে ৫ কোটি টাকা ‘দক্ষিণা’ দিলেন মুকেশ আম্বানি
2/5সংবাদ সংস্থা ANI-এর শেয়ার করা একটি ভিডিয়োতে মুকেশ আম্বানিকে তাঁর ছোট ছেলে অনন্ত আম্বানির বাগদত্তা রাধিকা বণিকের সঙ্গে বদ্রীনাথ মন্দিরে যেতে দেখা গিয়েছে। ধনকুবের শিল্পপতির পাশেই মন্দিরের আধিকারিকদের হাঁটতে দেখা গিয়েছে। ফাইল ছবি: টুইটার
3/5গত কয়েক সপ্তাহ ধরে মুকেশ আম্বানি 'তীর্থযাত্রা'য় বেরিয়েছেন। বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেছেন তিনি। মন্দির ট্রাস্টগুলিতেও প্রায় একই পরিমাণ টাকা দান করেন তিনি। ফাইল ছবি: মিন্ট
4/5পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, কেরলের গুরুভায়ুর মন্দিরে সফরের সময় সেখানকার 'অন্নদানম' তহবিলে ১.৫১ কোটি টাকা দান করেন। ফাইল ছবি: পিটিআই
5/5লাইভমিন্টের খবর অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দির পরিদর্শন করার সময় মুকেশ আম্বানি ১.৫ কোটি টাকা দান করেছিলেন। গত সেপ্টেম্বরে, তিনি রাজস্থানের নাথদ্বারাতে শ্রীনাথজি মন্দিরে গিয়েছিলেন। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)