3/7 শনিবার মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হয়েছেন সারা। এইবার বিশেষ কারণেই মুম্বই এসেছেন সচিন-তনয়া। এমনটাই ধারণা সংবাদমাধ্যমের একাংশের।
4/7সোশ্যাল মিডিয়ায় প্রায় ২ মিলিয়ন অর্থাৎ ২০ লক্ষ ফলোয়ার্স রয়েছে 'সচিন-কন্যা'-র। ঈর্ষা করার মতো তাঁর জনপ্রিয়তা। তাঁর পোস্ট করা প্রায় প্রতিটি ছবিই মুহূর্তে হিট নেটপাড়ায়। তাঁর গ্ল্যামারের চর্চা সর্বত্র। (ছবি সৌজন্যে -ইনস্টাগ্রাম)
5/7এদিন ঘিয়েরঙা ক্রসেট ও কালো জিনসে ধরা দিলেন সারা। তাঁর হাতের নীলরঙা ডিজাইনার ব্যাগ ছিল তাঁর লুকের হাইলাইট। তাঁর চলাফেরা যেন অবিকল বাবার মতোই। মন্তব্য নেটিজেনদের।
6/7লন্ডনে পড়াশোনা করেন সারা। লন্ডন-যাপনের ছবি হামেশাই উঠে আসে তাঁর দেওয়ালে। এইবার নাকি ডেবিউ বলিউড ছবির চুক্তি স্বাক্ষর করতেই সারার মায়ানগরীতে পদার্পন।(ছবি ইনস্টাগ্রাম)
7/7সারার সাম্প্রতিক ফটোশ্যুটও নেটপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে। সবার মতেই সারার সিলভার স্ক্রিন ডেবিউ এখন শুধু সময়ের অপেক্ষা।