মেয়েবেলার প্রেম, কেরিয়ারের শীর্ষে থাকাকালীন বিয়ে- দু দশক ধরে লং ডিসট্যান্স ম্যারেজ মেনটেন করে চলেছেন ঋতুপর্ণা।
1/7গ্ল্যামার দুনিয়ার নায়িকাদের সম্পর্ক নাকি বেশিদিন টেকে না, এমন রটনা হামেশাই শোনা যায়। কিন্তু এই মামলায় একদম উলটো পথের পথিক ঋতুপর্ণা সেনগুপ্ত। টলিউডের এই প্রথম সারির নায়িকা কোনও এক জাদুমন্ত্রে সংসার, সন্তান আর কেরিয়ার সবটা ব্যালেন্স করতে জানেন। (ছবি-ফেসবুক)
2/7১৯৯৯ সালে প্রাইভেট অ্যাকুইটি ইনভেস্টর সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। দাম্পত্য জীবন সামলেও টলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসাবে নিজের জায়গা ধরে রেখেছেন তিনি।
3/7কেরিয়ারের শুরুর দিকে তাঁর সম্পর্ক প্রেম সম্পর্ক নিয়ে কাঁটাছেঁড়া হয়েছে, কিন্তু কোনওদিন সেইসব বিতর্ককে পাত্তা দেননি ঋতুপর্ণা। নিজের ছেলেবেলার প্রেমিক সঞ্জয়ের হাতটাই শক্ত করে ধরেছিলেন এই সফল নায়িকা। ১৯৯৯ সালের ১৩ ডিসেম্বর বাঙালি রীতিনীতি মেনে বিয়ে করেন তাঁরা। (ছবি-ফেসবুক)
4/7এই মুহূর্তে দেশের বাইরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ঋতুপর্ণা। শুরু থেকেই লং ডিসট্যান্স ম্যারেজ মেনটেন করে চলেছেন ঋতুপর্ণা। শুক্রবার স্বামীর সঙ্গে কাটানো অ্যানিভারসারির বিশেষ মুহূর্ত ফেসবুকে শেয়ার করে অভিনেত্রী লেখেন-'আরও একটা বিবাহবার্ষিকী পার করলাম, শান্ত এবং অন্তরঙ্গ। ধন্যবাদ ভগবানকে তাঁর আর্শীবাদের জন্য, সকলকে জানাই ধন্যবাদ শুভকামনা ও ভালোবাসার জন্য'।
5/7বিবাহবার্ষিকী সেলিব্রেশনের ছবিতে বরাবরের মতোই গ্ল্যামারাস ঋতুপর্ণা। ডিপ নেকলাইনের পোশাকে ঝরে পড়ছে গ্ল্যামার। খোলা চুল আর মানানসই মেকআপে ডিনার টেবিলে বসে নায়িকা, পাশে বসে আছেন তাঁর স্বামী। (ছবি-ফেসবুক)
6/7প্র্যাকটিক্যাল কর্পোরেট এক মানুষ আর আদোপান্ত্য শিল্পী মনস্ক মানুষ কাজের জগতের ব্যস্ততার ফাঁকেও সামলে চলেছেন তাঁর সংসার। সেটাই তাঁদের যোগ, সেটায় কোনও বিয়োগ পড়তে দেবেন না তাঁরা। (ছবি-ফেসবুক)
7/7কর্মসূত্রে সিঙ্গাপুরে থাকেন সঞ্জয়। দুজনের দুই সন্তান অঙ্কন এবং ঋষণাও এখন সেদেশেই পড়াশোনা করছে। শ্যুটিং বা প্রমোশনের কাজ না থাকলে সিঙ্গাপুরেই সময় কাটান ঋতুপর্ণাও।