এর আগে দাবি করা হয়েছিল ৪ মে উদ্বোধন করা হতে পারে নিউ গড়িয়া থেকে রুবি রুটের মেট্রোর। তবে সেদিন গড়ায়নি মেট্রোর চাকা। এদিকে কমিশনার অফ রেলওয়ে সেফটির থেকে পাওয়া অনুমোদনের মেয়াদও ফুরিয়ে যায়। তবে সেই মেয়াদ বাড়ানো হয়েছে। এই আবহে কবের মধ্যে করতে হবে এই মেট্রোর উদ্বোধন।
1/5এর আগে ৬ মে পর্যন্ত ছিল কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদনের মেয়াদ। এই আবহে মনে করা হয়েছিল ৪ তারিখ উদ্বোধন করা হতে পারে নিউ গড়িয়া থেকে রুবি রুটের মেট্রোর। তবে তা হয়নি। এই আবহে কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে অনুমোদনের মেয়াদ বৃদ্ধি করা হল। এই বর্ধিত মেয়াদের মধ্যেই উদ্বোধন করতে হবে মেট্রোর।
2/5জানা গিয়েছে, কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে আগামী ৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে মেয়াদের অনুমোদন। উল্লেখ্য, কলকাতায় বর্তমানে তিনটি রুটে মেট্রো চলাচল করে। এবার চতুর্থ রুটে মেট্রো পরিষেবা পেতে চলেছেন কলকাতাবাসী। তবে এর দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। রেল বোর্ডের তরফে সরকারিভাবে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি এই বিষয়ে। এর আগে গত ৪ মে উদ্বোধনের কথা ভেবে নোয়াপাড়া কারশেড থেকে দু'টি এসি রেক আনানো হয়েছিল। তবে তা ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।
3/5নিউ গড়িয়া থেকে রুবি রুটের মধ্যে পাঁচটি স্টেশন রয়েছে। সেগুলি হল - কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায় (রুবি)। জানা গিয়েছে, এই রুটে নূন্যতম ভাড়া ৫ টাকা। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত যেতে লাগবে ২০ টাকা। এদিকে রুবি থেকে মেট্রোতে উঠে যদি এক টোকেনেই দক্ষিণেশ্বর যেতে চান, তাহলে লাগবে ৪৫ টাকা।
4/5নিউ গড়িয়া বা কবি সুভাষ স্টেশনকে 'জংশন' স্টেশন হিসেবে তৈরি করা হয়েছে। রুবি থেকে মেট্রোতে চেপে কবি সুভাষে নামতে হবে। সেখান থেকে আবার দক্ষিণেশ্বরগামী মেট্রোতে চাপতে হবে যাত্রীদের। এদিকে রুবি থেকে মেট্রোতে চেপে যদি কবি সুভাষে মেট্রো বদল করে কেউ মেট্রো টালিগঞ্জ যেতে চান, তাহলে ভাড়া পড়বে ৩৫ টাকা।
5/5একই ভাবে যদি রুবি থেকে এসপ্ল্যানেড, চাঁদনি, কালীঘাটে যেতে চান বা এই সব স্টেশন থেকে মেট্রো বদল করে রুবি যেতে চান, তাহলে যাত্রীকে দিতে হবে ৪০ টাকা। সব ক্ষেত্রেই ব্লু লাইনের টোকেনেই অরেঞ্জ লাইনের মেট্রোতে চাপা যাবে। এদিকে রুবি থেকে মেট্রোতে উঠে যদি এক টোকেনেই দক্ষিণেশ্বর যেতে চান, বা দক্ষিণেশ্বর থেকে মেট্রোতে চেপে রুপি যেতে চান তাহলে লাগবে ৪৫ টাকা।