বাংলা নিউজ > ছবিঘর > Ruby Metro New Update: কবে উদ্বোধন রুবি মেট্রোর? বাড়ছে আগ্রহ, এরই মধ্যে এল বড় এক আপডেট

Ruby Metro New Update: কবে উদ্বোধন রুবি মেট্রোর? বাড়ছে আগ্রহ, এরই মধ্যে এল বড় এক আপডেট

এর আগে দাবি করা হয়েছিল ৪ মে উদ্বোধন করা হতে পারে নিউ গড়িয়া থেকে রুবি রুটের মেট্রোর। তবে সেদিন গড়ায়নি মেট্রোর চাকা। এদিকে কমিশনার অফ রেলওয়ে সেফটির থেকে পাওয়া অনুমোদনের মেয়াদও ফুরিয়ে যায়। তবে সেই মেয়াদ বাড়ানো হয়েছে। এই আবহে কবের মধ্যে করতে হবে এই মেট্রোর উদ্বোধন।

অন্য গ্যালারিগুলি