ইউক্রেন ‘যুদ্ধ’ নিয়ে ইতিমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1/7'UN-তে সমর্থন করুন, আক্রমণকারীদের রুখব', মোদীর সঙ্গে কথা ইউক্রেনের প্রেসিডেন্টের। (ছবি সৌজন্যে টুইটার এবং এএনআই)
2/7শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)
3/7ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, 'ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে জানিয়েছি। আমাদের ভূখণ্ডে ১০০,০০০-র বেশি আক্রমণকারী আছে। ওরা আমাদের আবাসনে নির্বিচারে আগুন লাগিয়ে যাচ্ছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে রাজনৈতিক সমর্থনের জন্য তাঁকে আর্জি জানিয়েছি। একসঙ্গে আক্রমণকারীদের রুখব।' (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
4/7ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন মোদী। ইউক্রেনের যে পরিস্থিতি, তা নিয়ে বিস্তারিতভাবে মোদীকে জানিয়েছেন জেলেনস্কি। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)
5/7প্রধানমন্ত্রীর কার্যালয়: 'যুদ্ধের' কারণে প্রাণহানি এবং সম্পত্তির ক্ষতি হওয়ায় মোদী দুঃখপ্রকাশ করেছেন। অবিলম্বে হিংসা বন্ধ করে আলোচনার টেবিলে ফেরার যে বার্তা দেওয়া হয়েছে, তা আবারও জানিয়েছেন মোদী। শান্তি প্রক্রিয়ায় যে কোনওভাবে সাহায্যের জন্য ভারত যে প্রস্তুত, তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
6/7প্রধানমন্ত্রীর কার্যালয়: পড়ুয়া-সহ ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের সুরক্ষা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতীয় নাগরিকদের দ্রুত এবং সুরক্ষিতভাবে উদ্ধারের জন্য ইউক্রেনের প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)
7/7উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনে 'যুদ্ধ' চলছে। ইতিমধ্যে পুতিনের সঙ্গে কথা বলেছেন মোদী। তারইমধ্যে ইউক্রেন ইস্যুতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে যে প্রস্তাব উত্থাপন করেছিল, তাতে ভোটদান থেকে বিরত থেকেছে ভারত। (ছবি সৌজন্যে এএফপি)