প্রায় দু'বছর পর একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন সারা আল... more
প্রায় দু'বছর পর একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন সারা আলি খান আর কার্তিক আরিয়ান। দেখুন কী বলছে ভক্তরা তাঁদের এভাবে দেখে।
1/5২০২০ সালের হিট জুটি ছিলেন সারা আলি খান আর কার্তিক আরিয়ান। ‘লাভ আজ কাল’ ছবি নিয়ে সেইসময় মাতামাতিও কম হয়নি। তবে সিনেমা বানানোর আগে যে প্রেম ঝড় তুলেছিল, তা খতম হয়ে যায় সিনেমা মুক্তি পেতেই। বহুদিন পর একসঙ্গে ক্যামেরা বন্দি হলেন এই জুটি। পিঙ্কভিলার স্টাইল আইকন অ্যাওয়ার্ডে ঘটল এমনই কাণ্ড!
2/5দেখা হতে একসঙ্গে যে ছবি যেমন তুললেন, তেমনই আবার জড়িয়েও ধরলেন। আর সেই ভিডিয়ো ঝরের মতো ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। একসময় যাদের মাখোমাখো প্রেম ছিল, তাদের চোখেমুখের অস্বস্তি আজ ধরতে পারল সকলে।
4/5সম্প্রতি নবভারত টাইমসে দেওয়া সাক্ষাৎকারে সারা আলি খানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে কার্তিক জানান, ‘না না কোনও কিছু প্রোমোশনাল ছিল না। কীভাবে এটা আমি বোঝাব? আমরাও তো মানুষ, তাই সব কিছু প্রোমোশনাল হয় না। এই মুহূর্তে এর চেয়ে বেশি বলা আমিার পক্ষে সম্ভব নয়।’
5/5বলিউডে পা রাখার পর থেকেই একের পর এক সম্পর্কে জড়িয়েছে সারা। কখনও সুশান্তের সঙ্গে তো কখনও কার্তিকের সঙ্গে নাম জড়িয়েছে। তবে আপাতত তিনি সিঙ্গেল। সম্পর্কে নেই কোনও বলে দাবি জানানা কার্তিকও। তাই তো এখনও সারা আর কার্তিককে একসঙ্গে দেখলে অনেক ভক্তই বলে ওঠেন, ‘প্লিজ ঝামেলা মিটিয়ে নাও’!