SEBI on Adani Probe to Supreme Court: ২০১৪ সালেই শুরু হয় আদানি তদন্ত, তবে কেন বন্ধ হয় মাঝে? SC-কে জানাবে SEBI
Updated: 06 Oct 2023, 10:36 AM ISTআদানি মামলায় সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি হলফনামা পেশ করা হয়েছিল। তাতে অভিযোগ করা হয়েছিল, শীর্ষ আদালতের থেকে আদানি সংক্রান্ত তদন্তের তথ্য লুকিয়ে গিয়েছে সেবি। এই আবহে সুপ্রিম কোর্টের তরফে সেবির কাছ থেকে জবাব চাওয়া হয়েছিল। সেই জবাব নাকি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে সেবি।
পরবর্তী ফটো গ্যালারি