গ্রুপ ডি-তে আজ তিউনিশিয়ার মুখোমুখি হবে ফ্রান্স। অপর ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ডেনমার্ক। ফ্রান্স ইতিমধ্যেই পরবর্তী পর্বের টিকিট পাকা করেছে। তাছাড়া কোন অঙ্কে কোন দল পরবর্তী রাউন্ডে যেতে পারে?
1/5আজকে সন্ধ্যায় বিশ্বকাপের গ্রুপ ডি-র শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দুটি খেলা অনুষ্ঠিত হবে আজ। ভারতীয় সময় রাত সাড়ে ৮টার সময় তিউনিশিয়ার মুখোমুখি হবে ফ্রান্স। অপর ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ডেনমার্ক। এই আবহে একনজরে দেখে নিন এই গ্রুপের কোয়ালিফিকেশনের অঙ্ক। (AFP)
2/5৬ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই গ্রুপের শীর্ষ স্থানে থেকে পরবর্তী রাউন্ডের টিকিট পাকা করে ফেলেছে ফ্রান্স। আজকের ম্যাচে তিউনিশিয়ার কাছে তারা হারলেও খুব সম্ভবত গোল ব্যবধানের নিরিখে গ্রুপ শীর্ষেই থাকবেন তারা। (AFP)
3/5বর্তমানে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। যদি তারা ডেনমার্ককে হারায়, তাহলে এমনিতেই পরবর্তী রাউন্ডের টিকিট পাকা। তবে ডেনমার্কের কাছে হেরে গেলে তারা ছিটকে যাবে। এদিকে ম্যাচ ড্র যদি ড্র হয় এবং তিউনিশিয়া হেরে যায় তাহলে অজিরা প্রি কোয়ার্টারে যাবে। তবে ম্যাচ যদি ড্র হয় এবং তিউনিশিয়া ফ্রান্সকে হারিয়ে দেয়, তাহলে গোল ব্যবধানে ছিটকে যাবে অজিরা। (AFP)
4/5১ পয়েন্ট পেয়ে গ্রুপের তৃতীয় স্থানে ডেনমার্ক। পরবর্তী রাউন্ডে যেতে হলে ডেনমার্ককে জিততেই হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এদিকে তিউনিশিয়া যদি ফ্রান্সকে হারিয়ে দেয় তাহলে ডেনমার্ক জিতলেও গোল ব্যবধানের ওপর নির্ভর থাকবে তারা। তবে আপাতত তিউনিশিয়ার থেকে ডেনমার্কের গোল ব্যবধান ভালো অবস্থায় রয়েছে। (AFP)
5/5১ পয়েন্ট নিয়ে গ্রুপে সবথেকে নিচে তিউনিশিয়া। ডেনমার্ক যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেতে বা সেই ম্যাচটি ড্র হয়, তাহলে তিউনিশিয়াকে ফ্রান্সের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে পরবর্তী রাউন্ডে যেতে হলে। (AFP)