IND vs WI: দীনেশ, রোহিত থেকে আর্শদীপ, বিষ্ণোই, ছন্নছাড়া উইন্ডিজের বিরুদ্ধে এঁরাই জয় আনলেন
Updated: 30 Jul 2022, 08:49 AM ISTএকদিনের সিরিজে বিশ্রাম নেওয়ার পর টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরেছিলেন রোহিত, পন্ত, অশ্বিন, কার্তিক-সহ প্রথম সারির ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁদের দাপটেই ৬৮ রানে জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। প্রথমে ব্যাট করে রোহিতরা ২০ ওভারে ১৯০-৬ করে। জবাবে ১২২-৮-এ থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ।
পরবর্তী ফটো গ্যালারি