এবারের ফুটবল বিশ্বকাপে প্রযুক্তির ব্যবহারে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম সিদ্ধান্ত নিখুঁত ভাবে নেওয়া হয়েছে। তা সে পর্তুগাল-উরুগুয়ের বিতর্কিত গোল হোক বা একাধিক অফসাইডের সিদ্ধান্ত। এই সবই সম্ভব হয়েছে অ্যাডিডাসের তৈরি ‘আল রিহলা’ বলে। এবং এই বলের প্রযুক্তির কারণেই স্পেনের বিরুদ্ধে জাপানের দ্বিতীয় গোলটি বৈধ বলে গণ্য করা হয়!
1/6বিশ্বকাপে বরাহরই ফুটবল সরবরাহ করে থাকে অ্যাডিডাস। তবে এবারের বিশ্বকাপে যে বল দিয়ে খেলা হচ্ছে, তা ফুটবল খেলাটাকেই বদলে দেবে মত অনেক বিশেষজ্ঞের। এর আগে বহ সময় গোল নিয়ে বিতর্ক হয়েছে। তবে এবার আর এই সব বিতর্ক হবে না। (REUTERS)
2/6অফসাইড গোল তো বটেই, অনেক সময় বল গোললাইন পার করলেও দেওয়া হয়নি গোল। ২০১০ সালে জার্মানির বিরুদ্ধে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের সেই গোলই তার জ্বলজ্যান্ত উদাহরণ। তবে এবারের বিশ্বকাপে এই বলের দৌলতে খুব সূক্ষ্ম সিদ্ধান্ত নির্ভুল ভাবে নেওয়া হচ্ছে। গতরাতে স্পেনের বিরুদ্ধে জাপানের দ্বিতীয় গোলটি তার উদাহরণ। (REUTERS)
3/6এবারের বিশ্বকাপে ব্যবহৃত বলে রয়েছে একটি সেন্সর। যা সেকেন্ডে সেকেন্ডে তথ্যের ঝড় বইয়ে দিয়েছে। কার পায়ে বল লেগে তা বাইরে গিয়েছে, অফসাইড থেকে শুরু করে বিভিন্ন তথ্য উঠে আসছে ফুটবল থেকেই। তবে এই সেন্সর যাতে ঠিক ভাবে কাজ করে তার জন্য এই বলকে মোবাইল, ল্যাপটপের মতো চার্জ দিতে হয়। (REUTERS)
4/6ম্যাচ চলাকালীন সেকেন্ডে ৫০০ বার তথ্য পাঠাচ্ছে অ্যাডিডাসের তৈরি আল রিহালা ফুটবলটি। কিছু স্পর্শ হলে নির্ভুল তথ্য চলে যাচ্ছে সার্ভারে। ফুটবলের ভেতরে থাকা সেন্সরের সঙ্গে যুক্ত রয়েছে ১৪ গ্রাম ওজনের একটি ব্যাটারি। একবার চার্জ দিলে এই ব্যাটারি চলে ৬ ঘণ্টা। (REUTERS)
5/6পর্তুগাল-উরুগুয়ে ম্যাচে এই বলের তথ্যের ভিত্তিতেই বিতর্কিত গোলটি ব্রুনো ফার্নান্ডেজের নামে দেওয়া হয়েছিল। খেলার সময় রোনাল্ডো গোলের দাবি জানালেও পরে অ্যাডিডাস জানায়, রোনাল্ডোর সঙ্গে বলের স্পর্শই হয়নি। (REUTERS)
6/6গোললাইন টেকনোলজিতে যেভাবে 'এরিয়াল ভিউ' থেকে দেখে নির্ধারণ করা হয় যে বল গোললাইন পেরিয়েছে কিনা, ঠিক সেভাবেই বল মাঠের বাইরে গিয়েছে কিনা, তা নির্ধারণ করা হয়েছে। যেহেতু 'এরিয়াল ভিউ'-তে বলের পুরো ১০০ শতাংশ লাইন পার করেনি, তাই জাপানের পক্ষে সিদ্ধান্ত গিয়েছে। ফুটবলে থাকা সেন্সরও এই গোল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অ্যাডাডিডাসের ফুটবলে সেন্সর প্রযুক্তি না থাকলে এই গোল নিয়ে সংশয় থেকেই যেত। (REUTERS)