মেয়ের জন্মদিন ধুমধাম করে পালন করলেন সৃজিত এবং মিথিলা। দেখুন সেই ছবি-
1/7ছোট্ট আইরার জন্ম বা বেড়ে ওঠা বাংলাদেশে হলেও, এপার বাংলার মানুষদেরও মন জয় করে ফেলেছে সে। সদ্য ৯ বছরে পা দিল খুদে। মেয়ের জন্মদিন ধুমধাম করে পালন করলেন সৃজিত এবং মিথিলা।
2/7আইরার জন্মদিনের থিম ‘হ্যারি পটার’। মেয়ের জন্মদিন পার্টির একগুচ্ছ ছবি নেটমাধ্যমে শেয়ার করে আব্বা সৃজিত লিখেছেন, ‘রাজকুমারী আয়রু ওরফে লুনা লাভগুড ৯ বছরে পা রাখল। আমরা হগওয়ার্টসে একটি পার্টি করেছি!’
4/7পরিবার এবং খুদে বন্ধুদের সঙ্গে জন্মদিন পার্টিতে মেতে উঠতে দেখা গিয়েছে খুদে আইরাকে।
5/7২০১৯ সালে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিথিলা। তার আগে থেকেই আইরার সঙ্গে এক দুর্দান্ত বন্ড তৈরি করেছেন সৃজিত। মেয়েকে চোখে হারান পরিচালক।
6/7কাজের সূত্রে দু'দেশেই যাতায়াত লেগে থাকে মিথিলার। বাংলাদেশ গেলে বাবা তাহসানের সঙ্গেও থাকে আইরা। তবে সৃজিতের কাছে 'রাজকন্যা' সে।
7/7আইরার জন্মদিন পার্টির অন্দরের একাধিক ছবি শেয়ার করেছেন সৃজিত।