খুব সহজে, ফোন থেকেই জানা যাবে। খালি ইন্টারনেট সংযোগ লাগবে।
1/6স্বাস্থ্য সাথী কার্ডের নির্দিষ্ট মেয়াদ রয়েছে। সেটা শেষ হয়েছে কিনা তা যাচাই করে রাখুন। ফাইল ছবি ; ফেসবুক (Facebook)
2/6খুব সহজে, ফোন থেকেই জানা যাবে। খালি ইন্টারনেট সংযোগ লাগবে। ফাইল ছবি : ব্লুমবার্গ (Facebook)
3/6কোন ওয়েবসাইট থেকে দেখবেন? এর জন্য সরকারি ওয়েবসাইটে যেতে হবে: https://swasthyasathi.gov.in/ (ফাইল ছবি : স্বাস্থ্যসাথী) (Facebook)
4/6সেখানে 'Card Verification' বলে একটি অপশন পাবেন। সেখানে URN নম্বর দিতে হবে। ব্যাস। তাহলেই জেনে যাবেন কার্ড অ্যাকটিভ আছে কিনা। (ফাইল ছবি : স্বাস্থ্যসাথী) (Facebook)
5/6URN নম্বর না থাকলে, সেক্ষেত্রে 'Find Your Name' অপশনে যান। (ফাইল ছবি : স্বাস্থ্যসাথী) (Facebook)
6/6এরপর কার্ড রেজিস্ট্রেশনের সময়ে যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেটা দিতে হবে। সাবমিট করলেই রাজ্য, জেলা, ব্লক, গ্রাম এবং নিজের আধার নম্বর দিতে হবে। সেটা করলেই URN নম্বর পেয়ে যাবেন। (ফাইল ছবি : স্বাস্থ্যসাথী) (Facebook)