বাংলা নিউজ > ছবিঘর > Thundershower Alert in South Bengal: বজ্রপাতের বলি ৬, দক্ষিণবঙ্গ জুড়ে আজও জারি সতর্কতা, ভারী বৃষ্টি হবে বহু জায়গায়

Thundershower Alert in South Bengal: বজ্রপাতের বলি ৬, দক্ষিণবঙ্গ জুড়ে আজও জারি সতর্কতা, ভারী বৃষ্টি হবে বহু জায়গায়

গতকাল দক্ষিণবঙ্গের বহু জায়গায় প্রবল বৃষ্টি হয়। সঙ্গে বজ্রপাতও হয়। এই আবহে দুই জেলায় বজ্রপাতে গতকাল প্রাণ হারিয়েছে অন্তত ৬ জন। এর আগে কলকাতাতেও বজ্রপাতে মৃত্যু হয়েছিল এক পথচারীর। এরই মাঝে হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গ জুড়ে হলুদ সতর্কতা জারি থাকবে। বহু জায়গায় হবে বৃষ্টি ও বজ্রপাত।