আজ, ১৫ জানুয়ারি, রবিবার দেশ জুড়ে ২৭৩টি ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল। এর মধ্যে বাংলার হাওড়া, শিয়ালদা, কলকাতা স্টেশন, নিউ জলপাইগুড়ি, মালদা থেকে ছেড়ে যাওয়া একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে। এছাড়া শিয়ালদা, হাওড়া শাখায় একাধিক লোকাল বাতিল হয়ে গিয়েছে।
1/5০০৪৭০ নয়াদিল্লি-হাওড়া স্পেশাল এক্সপ্রেস, ১২৩১৭ কলকাতা টার্মিনাল-অমৃতসর জংশন সাপ্তাহিক এক্সপ্রেস, ১২৫০৫ কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল নর্থইস্ট এক্সপ্রেস, ১২৫০৬ আনন্দ বিহার-কামাখ্যা নর্থইস্ট এক্সপ্রেস, ১২৩৬৯ হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, ১২৩৭০ দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস, ১২৫২৪ নয়াদিল্লি-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস বাতিল করা হয়েছে আজ। এছাড়া ১২৮৮৮ পুরী-শালিমার স্পেশাল এক্সপ্রেস, ১২৯৮৭ শিয়ালদা-আজমের জংশন এক্সপ্রেস, ১৩০১৯ হাওড়া-কাঠগোদাম বাঘ এক্সপ্রেস, ১৪০০৪ নয়াদিল্লি-মালদা টাউন এক্সপ্রেস, ২২১৯৭ কলকাতা টার্মিনাল-বীরাঙ্গনা লক্ষ্মীবাই রেল স্টেশন প্রথম এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। (PTI)
4/5এদিকে কুয়াশার কারণে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল ২২১৯৮ বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি-কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল ২২১৯৭ কলকাতা-বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি সুপারফাস্ট এক্সপ্রেস, ১২৩১৭ কলকাতা-অমৃতসর এক্সপ্রেস এবং নয়াদিল্লি-মালদা টাউন এক্সপ্রেস। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ১২৩৬৯ হাওড়া-দেরাদুন সুপারফাস্ট এক্সপ্রেস, ১৫৬২০ কামাখ্যা-গয়া এক্সপ্রেস। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল মালদা টাউন-নয়াদিল্লি এক্সপ্রেস, ১২৩১৮ অমৃতসর-কলকাতা এক্সপ্রেস, ১৫৬১৯ গয়া-কামাখ্যা এক্সপ্রেস এবং ১২৩৫৭ কলকাতা-অমৃতসর এক্সপ্রেস। ২ মার্চ পর্যন্ত বাতিল ১২৩৫৮ অমৃতসর-কলকাতা এক্সপ্রেস। (PTI)
5/5কীভাবে বাতিল ট্রেনের পূর্ণাঙ্গ তালিকা দেখা যাবে? গুগলে গিয়ে সার্চবারে ‘NTES – Indian Rail - National Train Enquiry System’ টাইপ করুন। তারপর ‘NTES – Indian Rail- National Train Enquiry System’-তে ক্লিক করুন। 'Please confirm You are not a robot'-র নীচে কোড লিখে 'Submit' করুন।নয়া একটি পেজ খুলে যাবে। উপরের দিকে 'Exceptional Trains'-তে ক্লিক করুন। তারপর 'Cancelled Trains'-এ ক্লিক করতে হবে। আবারও 'Please confirm You are not a robot'-র নীচে কোড লিখে 'Submit' করুন। তারপর একটি নয়া পেজ খুলে যাবে। আজ কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে, সেই তালিকা দেখাবে। (PTI)