WB Cyclonic Circulation Rain Forecast till 24th April: তাপপ্রবাহের মাঝে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কবে কোথায় বর্ষণ?
Updated: 18 Apr 2024, 04:09 PM IST Abhijit Chowdhury 18 Apr 2024 rain forecast in west bengal, rain forecast in south bengal, wb cyclonic circulation rain forecast, rain, rain forecast, thunder, heatwave, hot weather, west bengal weather, kolkata weather, kolkata temperature, বৃষ্টি, বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহ, গরম আবহাওয়া, আবহাওয়ার পূর্বাভাস, বর্ষণ, বৃষ্টিপাতবাংলার পড়শি তিন রাজ্যের ওপরে বর্তমানে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরে জেলায় জেলায় স্বস্তির বৃষ্টি নামতে পারে এই গ্রীষ্মকালেও। এদিকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভীষণ গরম থাকবে। তবে ক'দিন পরই কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
পরবর্তী ফটো গ্যালারি