WB Lok Sabha Election Opinion Poll: লোকসভা ভোটে বাংলা BJP না TMC-র? আসন ধরে ধরে জানুন কে এগিয়ে কোথায়, যা বলছে সমীক্ষা…
Updated: 02 Mar 2024, 01:17 PM ISTলোকসভা নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। আর কিছুদিনের মধ্যেই হয়ত জাতীয় নির্বাচন কমিশন নির্ঘণ্ট প্রকাশ করে দেবে লোকসভা ভোটের। তার আগেই অবশ্য রাজ্যে ভোট প্রচার করতে চলে এসেছেন নরেন্দ্র মোদী। এদিকে তৃণমূলের মমতাও বিভিন্ন জেলায় সফর করে চলেছেন। এই আবহে বাংলার লোকসভা নির্বাচনে কার ঝুলিতে যাবে কটা আসন?
পরবর্তী ফটো গ্যালারি