WB Weather Forecast till 31st December: মিঠে রোদে কাটবে বড়দিন, এরপর কি বর্ষশেষে ফের পড়বে ঠান্ডা? জানুন পূর্বাভাস
Updated: 25 Dec 2023, 10:23 AM ISTবড়দিনের সূচনাটা হয়েছে কুয়াশাচ্ছন্ন ভোরের হাত ধরে। বেলা গড়াতেই অবশ্য মিঠ রোদ ছুঁয়েছে মন। অবশ্য ঠান্ডা সেভাবে নেই। তবে মেঘও নেই। এই আবহে কি বর্ষশেষের আগে ফের একবার শীতের স্পেল শুরু হবে? জেনে নিন আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস।
পরবর্তী ফটো গ্যালারি