তিন মাসের প্রতীক্ষার অবসান। অবশেষে ঘোষিত হল পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সম্প্রচারের দিনক্ষণ। এক্ষুণি জেনে নিন-
1/5গত মার্চে অনুষ্ঠিত হয়েছিল টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। তারপর থেকে প্রহর গোনা শুরু হয়েছিল অনুরাগীদের। খড়ি, মিঠাই. ফুলঝুরি, মোহরদের একমঞ্চে দেখতে তর সই ছিল না। কিন্তু কবে টিভির পর্দায় সম্প্রচারিত হবে টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস? তা আর জানা যাচ্ছিল না। (ছবি-ফেসবুক)
2/5কিন্তু অবশেষে প্রতীক্ষার অবসান। কবে, কখন আর কোন চ্যানেলে দেখা যাবে এই পুরস্কার অনুষ্ঠান তা জানা গেল। স্বভাবতই উত্তেজিত ভক্তরা। (ছবি-ফেসবুক)
3/5আগামী ১৯ই জুন, মানে রবিবার স্টার জলসার পর্দায় দেখা যাবে পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। ঠিক সন্ধ্যা ৮টায়। (ছবি-ফেসবুক)
4/5ছোটপর্দার পাশাপাশি বড় পর্দার তারকারাও নাচের মাধ্যমে জমিয়ে দেবে অনুষ্ঠান মঞ্চ। শুভশ্রী থেকে সোনামণি, সবাই পারফর্ম করবেন। থাকবে গঙ্গারাম-টায়রা, ফুলঝুরি, সহচরীদের পারফরম্যান্সও। (ছবি-ফেসবুক)
5/5পুরস্কারের তালিকা আগেই ঘোষিত, সৌমিতৃষা-আদৃতদের মুখ্যমন্ত্রীর হাত থেকে সেরা অভিনেতার পুরস্কার নিতে দেখতে উদগ্রীব ফ্যানেরা।