২০২২ সালেই অ্যাপে একাধিক দুর্দান্ত ফিচার্স এসে যাবে বলে আশা করা হচ্ছে। হোয়াটসঅ্যাপ এই বছর অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য অনেকগুলি নতুন ফিচার চালু করেছে। তবে মনে করা হচ্ছে আগামী বছর হোয়াটসঅ্যাপ আরও উন্নত হবে।
1/6নতুন বছরে, হোয়াটসঅ্যাপের অভিজ্ঞতাটা একটু আলাদাই হতে পারে। কারণ ২০২২ সালেই অ্যাপে একাধিক দুর্দান্ত ফিচার্স এসে যাবে বলে আশা করা হচ্ছে। হোয়াটসঅ্যাপ এই বছর অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য অনেকগুলি নতুন ফিচার চালু করেছে। তবে মনে করা হচ্ছে আগামী বছর হোয়াটসঅ্যাপ আরও উন্নত হবে। ২০২২ সালে নির্মাতারা তার প্ল্যাটফর্মে বেশ কিছু আকর্ষণীয় এবং অনন্য ফিচার যোগ করতে পারে। ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)
2/6হোয়াটসঅ্যাপ লগআউট : রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট ডিলিট অপশনটি হোয়াটসঅ্যাপ লগআউট দ্বারা প্রতিস্থাপিত হবে। অ্যাকাউন্ট ডিলিট করলে নাম, চ্যাট, মিডিয়া ফাইল-সহ ব্যবহারকারীর অ্যাকাউন্টটাই মুছে যায়। তবে নয়া ফিচারে ব্যবহারকারীরা প্রয়োজনের সময়ে সহজেই হোয়াটসঅ্যাপ থেকে বিরতি নিতে পারবেন। তাঁরা যখন খুশি লগ ইন এবং লগআউট করতে পারবেন। ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)
3/6ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে রিল : মেটা বর্তমানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম সহ তার সমস্ত প্ল্যাটফর্মকে একীভূত করার কাজ করছে। আগামী বছর সেই কাজ অনেকটাই এগিয়ে যাবে। রিপোর্ট অনুসারে, হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রাম রিলস সাপোর্ট এসে যাবে। তবে এখনও ফিচারটি প্রকাশের বিষয়ে কোনও অফিসিয়াল খবর মেলেনি।(ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই) (HT Bangla)
4/6বেছে বেছে লুকোতে পারবেন লাস্ট সিন : আগামী বছরেই আসতে পারে এই আপডেট। রিপোর্ট বলছে, নয়া ফিচারে বিশেষ বিশেষ কিছু কনট্যাক্টের জন্য আলাদা করে 'Last Seen' লুকিয়ে রাখা যাবে। ফাইল ছবি : মিন্ট (HT Bangla)
5/6Delete For Everyone-এ কোনও সময়সীমা নেই: এখন নির্দিষ্ট সময় পর্যন্ত পাঠানো মেসেজ সবার জন্য ডিলিট করা যায়। আগামী বছরে আপডেটে সেই সময়সীমা উঠিয়ে দিতে পারে হোয়াটসঅ্যাপ। তবে এখনও ফিচারটি প্রকাশের বিষয়ে কোনও অফিসিয়াল খবর মেলেনি। ফাইল ছবি : রয়টার্স (HT Bangla)
6/6মাল্টি ডিভাইস সাপোর্টের পাবলিক রিলিজ : ইতিমধ্যেই চলতি বছর Android এবং iOS বিটা ব্যবহারকারীদের জন্য এই ফিচার এসে যাবে। একইসঙ্গে একাধিক ফোন, ট্যাবলেট ও কম্পিউটারে একই অ্যাকাউন্টে লগ ইন করে রাখা যাবে। আগামী বছর সেটা সাধারণ ভার্সানেও লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে। ছবিটি প্রতীকী, সৌজন্য : রয়টার্স (HT Bangla)