Windfall Tax Cut on Petroleum: প্রতি টন তেলে ২৩০০ টাকা কম কর দিতে হবে এবার, দেশের বাজারে কমবে জ্বালানির দাম?
Updated: 02 May 2023, 08:08 AM ISTঅশোধিত তেলের ওপর ধার্য হওয়া উইন্ডফল ট্যাক্স কমানোর ঘোষণা কেন্দ্রীয় সরকারের। এদিকে পেট্রোল, ডিজেল এবং বিমানের জ্বালানির ওপর উইন্ডফল ট্যাক্স অপরিবর্তিতই রেখেছে। অর্থাৎ, এই সব ক্ষেত্রে কোনও কর ধার্য করা হয়নি।
পরবর্তী ফটো গ্যালারি