সচরাচর সাপোর্ট স্টাফদের এমন ভূমিকায় দেখা যায়। যে কোনও আন্তর্জাতিক ম্যাচের আগে ক্রিকেটারদের যেভাবে স্লিপ ক্য়াচিংয়ের অনুশীলন করান ফিল্ডিং কোচ, ইন্দোরে ঠিক সেই ভূমিকাতেই দেখা গেল বিরাটকে।
বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টের আগে বিরাট কোহলি নিজে ব্যাটিং-বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংয়েরও অনুশীলন করেন। সেই ফাঁকে পোড়খাওয়া সাপোর্ট স্টাফের মতো শ্রেয়স আইয়ারদের স্লিপ ক্য়াচিংয়ের অনুশীলন করান তিনি।
উল্লেখযোগ্য বিষয় হল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে কোহলির স্লিপ ফিল্ডিং নিয়ে বিস্তর প্রশ্ন ওঠে। মার্ক ওয়ার মতো বিশেষজ্ঞরা সরাসরি সংশয় প্রকাশ করেন কোহলির ফিল্ডিংয়ের টেকনিক নিয়ে। কেননা সিরিজে একাধিক সহজ ক্যাচ ফেলেন বিরাট। এখন নিজের ভুল যাতে সতীর্থরা না করেন, সেই চেষ্টাই কী করতে দেখা গেল কোহলিকে?
নিজে ক্যাচ ছাড়ছেন, অথচ সতীর্থদের ক্যাচ প্র্যাক্টিস করাচ্ছেন, এই বিষয়টি নিয়ে তীর্যক মন্তব্য করতে পিছপা হননি নেটিজেনরা। রীতিমতো কাটাক্ষের সুর শোনা যায় সোশ্যাল মিডিয়ায়। টুইটারে কেউ মন্তব্য করেন যে, স্লিপে ক্যাচ দেওয়া নয়, বরং কোহলির উচিত স্লিপে ক্যাচ ধরা প্র্যাক্টিস করা।
কেউ আবার লেখেন যে, দেখে মনে হচ্ছে স্লিপে ক্যাচ দিতে ওস্তাদ কোহলি। ইন্দোর টেস্টে চতুর্থ ও পঞ্চম স্টাম্পের বলে যাতে ব্যাটের কানা লাগিয়ে স্লিপে ক্যাচ দেওয়া যায়, পেশাদারিত্বের সঙ্গে সেটাই নাকি অনুশীলন করছেন কোহলি।
উল্লেখ্য, নাগপুর টেস্টের প্রথম ইনিংসে অক্ষর প্যাটেলের বলে স্লিপে স্টিভ স্মিথের একটি সহজ ক্যাচ ছাড়েন বিরাট। সেই ইনিংসেই জাদেজার বলে পিটার হ্যান্ডসকম্বের একটি হাফ-চান্সে বল তালুবন্দি করতে ব্যর্থ হন তিনি। পরে দ্বিতীয় ইনিংসে অশ্বিনের বলে ডেভিড ওয়ার্নারের নিতান্ত সহজ ক্যাচ ছাড়েন কোহলি।
স্লিপে ফিল্ডিং করতে গিয়ে কোথায় ভুল হচ্ছে কোহলির, ধারাভাষ্য দেওয়ার সময় তা চিহ্নিত করেন মার্ক ওয়া। দ্রুত নড়াচড়ার জন্য কোহলির দু'পায়ের ফাঁক আরও কম হওয়া উচিত ছিল বলে তাঁর মত। তাছাড়া কোহলির আরও ঝুঁকে দাঁড়ানো উচিত বলেও দাবি ওয়ার।
কোহলি ক্যাচ মিস করার পরে মার্ক বলেন, ‘বিরাট প্রস্তুত থাকছে না। স্লিপে ফিল্ডিং করলে প্রতি বলেই ক্যাচ আসতে পারে ভেবে তৈরি থাকা উচিত। দ্রুত নড়াচড়ার জন্য পা আরও কাছাকাছি থাকতে হবে। তাছাড়া ও অনেক উঁচু হয়ে দাঁড়াচ্ছে। স্লিপে আরও ঝুঁকে ফিল্ডিং করা দরকার।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup