বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: ইনিংসে ৮ উইকেট নেওয়ার মাহাত্ম্য, লিয়নের ঘূর্ণিতে ল্যাজেগোবরে হয়ে তাঁকেই সেরা মেনে নিলেন রোহিত

IND vs AUS: ইনিংসে ৮ উইকেট নেওয়ার মাহাত্ম্য, লিয়নের ঘূর্ণিতে ল্যাজেগোবরে হয়ে তাঁকেই সেরা মেনে নিলেন রোহিত

নাথান লিয়ন ও রোহিত শর্মা। ছবি- বিসিসিআই/টুইটার।

India vs Australia: চলতি বর্ডার-গাভাসকর ট্রফির তিন ম্যাচে এখনও পর্যন্ত দু'দলের বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ১৯টি উইকেট নিয়েছেন নাথান লিয়ন।

নাথান লিয়নের কেরিয়ার গ্রাফ যেভাবে ক্রমাগত উপরের দিকে মোড় নিয়েছে, তাতে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানরা তাঁকে সমীহ করতে বাধ্য। তবে বিপক্ষ দলের ক্যাপ্টেনের কাছ থেকে এমন সার্টিফিকেট পাবেন, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি অজি স্পিনার।

ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হারের পরে ভারত অধিনায়র রোহিত শর্মা সাংবাদিক সম্মলনে অত্যন্ত ভালো ভালো কথা বলেন লিয়নের সম্পর্কে। শুধু দরাজ সার্টিফিকেট বলা ভুল হবে, রোহিতের কাছ থেকে সরাসরি সেরার তকমাও জুটে যায় লিয়নের। হিটম্যান স্পষ্ট জানান যে, তিনি শেন ওয়ার্ন, মুরলিধরনের মতো বোলারদের খেলেননি। তবে তাঁর মতে এই মুহূর্তে ভারতে খেলতে আসা সেরা বিদেশি বোলার হলেন নিয়ন।

রোহিতের কথায়, ‘আমার কাছে ওর জায়গা উপরের দিকে। যদিও আমি মুরলিধরন, শেন ওয়ার্নের মতো বোলারদের খেলিনি। তবে বর্তমান ক্রিকেটারদের মধ্যে ওই সম্ভবত ভারতে খেলতে আসা এক নম্বর বিদেশি বোলার।’

আরও পড়ুন:- পূজারা ছক্কা মারলে অর্ধেক গোঁফ কামাবেন, চ্যালেঞ্জ জানিয়েছিলেন অশ্বিন, তাহলে কি…? মনে করাল রয়্যালস

উল্লেখ্য, লিয়ন ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে ৩৫ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। দ্বিতীয় ইনিংসে ৬৪ রান খরচ করে তিনি একাই তুলে নেন ৮টি উইকেট। দুই ইনিংস মিলিয়ে ১১টি উইকেট নিয়ে লিয়ন ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।

তার আগে দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ২টি উইকেট নেন লিয়ন। নাগপুরের প্রথম টেস্টে অবশ্য ১টি উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় অজি স্পিনারকে। সব মিলিয়ে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির তিনটি টেস্টে দু'দলের বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ১৯টি উইকেট নেন লিয়ন। সিরিজে তাঁর থেকে বেশি উইকেট নিয়েছেন কেবল রবীন্দ্র জাদেজা (২১টি)। সুতরাং শেষ ২টি টেস্টে, বিশেষ করে ইন্দোরে লিয়নের ঘূর্ণিতে ভারতীয় ব্যাটসম্যানরা ল্যাজেগোবরে হয়েছেন বলা মোটেও ভুল হবে না।

আরও পড়ুন:- WPL 2023: হটস্টারে কিন্তু দেখা যাবে না, কোথায় দেখবেন উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী অনুষ্ঠান ও ধুমধাড়াক্কা ম্যাচ?

সাংবাদিক সম্মেলনে রোহিত এও বলেন যে, ‘ভারতে খেলা হলে পিচ নিয়ে বড্ড বেশি আলোচনা হয়। লিয়ন কত ভালো বল করল, সে বিষয়েও তো আলোচনা হতে পরে।’

রোহিত শর্মা নিজে চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে দু'বার আউট হয়েছেন লিয়নের বলে। দিল্লিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে নাথান লিয়নের বলে বোল্ড হন হিটম্যান। পরে ইন্দোরে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে নাথানের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক। এছাড়া একবার তিনি রান-আউট হন। একবার করে আউট হন প্যাট কামিন্স ও ম্যাথিউ কুনম্যানের বলে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কোলে ইয়ালিনি,ছেলের হাত ধরে! দু-হাতে সন্তানদের সামলাচ্ছেন রাজের 'দুর্গা' শুভশ্রী ধোনি-পন্তদেরও নেই এই নজির, ৪০ বলের বিধ্বংসী T20I শতরানে ইতিহাস গড়লেন স্যামসন আম্বানিকে টপকে ধনীদের তালিকায় শীর্ষে আদানি, তিন নম্বরে উঠে এলেন সাবিত্রী দুর্গাপুজোর কার্নিভালের দিনই ‘দ্রোহের কার্নিভাল’, ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স শ্যুটিংয়ের পাশাপাশি মডেলিংয়েও তুখোড় মনু! প্রমাণ দিলেন ল্যাকমে ফ্যাশন উইকে মিষ্টিমুখ থেকে কোলাকুলি- 'সারেগামাপা'-র দশমীর বিশেষ পর্বে কী কী চমক? 'পুরুষদের ঘেন্না করি' বলা মধুমিতার চোখ সরছে না নতুন প্রেমিকের থেকে! ‘সিংঘম এগেইন’ ও ‘ভুল ভুলাইয়া ৩’-এর ডিস্ট্রিবিউটরদের চাপে নাকাল হল মালিকরা! ২৯৭ রান তুলে T20I-তে ইতিহাস ভারতের, অক্ষত নেপালের রেকর্ড! গড়ল একের পর এক নজির রানাঘাটে বন্ধ হয়েছে ১১২ ফুটের দুর্গা, প্রায়শ্চিত্ত করতে ৮–৮০ সকলে মস্তক মুণ্ডন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.