বাংলা নিউজ > ময়দান > লা লিগা জেতানোর লক্ষ্য নিয়েই ৬ বছর পর রিয়ালে ফিরলেন আনসেলোত্তি

লা লিগা জেতানোর লক্ষ্য নিয়েই ৬ বছর পর রিয়ালে ফিরলেন আনসেলোত্তি

কার্লো আনসেলোত্তি।

আরও এক মরশুম জিদানের সঙ্গে চুক্তি থাকলেও, তিনি আর রিয়ালের দায়িত্ব নিতে চাননি। তাঁর জায়গায় আনসেলিত্তোর সঙ্গে তিন বছরের চুক্তি করল রিয়াল মাদ্রিদ।

ছ'বছর আগে যখন রিয়াল মাদ্রিদ ছেড়েছিলেন, তখন লা লিগা চ্যাম্পিয়ন হতে না পারার আফসোসটা রয়েই গিয়েছিল। এ বার সেই আফসোস মিটিয়ে নিতেই ফের রিয়ালে ফিরলেন কার্লো আনসেলোত্তি। জিনেদিন জিদানের জায়গায় রিয়ালের দায়িত্ব নিলেন ৬১ বছরের ইতালির কোচ। 

এর আগে ২০১৩-২০১৫ পর্যন্ত রিয়ালের দায়িত্বে ছিলেন আনসেলিত্তো। এই দু'বছরে চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ, কোপা দেল রে, ক্লাব ওয়ার্ল্ড কাপের মতো ট্রফি রিয়ালকে দিয়েছেন তিনি। কিন্তু লা লিগা চ্যাম্পিয়ন করতে পারেননি দলকে। সেই আক্ষেপটা এখনও রয়েই গিয়েছে। এ বার তাই রিয়ালকে লা লিগা চ্যাম্পিয়ন করতে মুখিয়ে আনসেলোত্তি। 

আনসেলিত্তোর সঙ্গে তিন বছরের চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। আরও এক মরশুম জিদানের সঙ্গে চুক্তি থাকলেও, তিনি আর রিয়ালের দায়িত্ব নিতে চাননি। কর্তারা তাঁকে বোঝালেও, জোর করে আটকানোর চেষ্টা করেননি। জিদানের জায়গায় আনসেলিত্তোকেই ফিরিয়ে আনল রিয়াল।

ছ'বছর আগে রিয়াল মাদ্রিদ ছাড়ার সময় আনসেলোত্তি বলেছিলেন, তাঁর বিশ্রামের প্রয়োজন, তাই তিনি ক্লাব ছাড়ছেন। এমনকী সেই এক বছর কোথাও তিনি কোচিংও করাননি। ১০২৬-তে বায়ার্ন মিউনিখের দায়িত্ব নেন তিনি। এর পর নাপোলি ঘুরে ২০১৯ সালে এভারটনের কোচ হন আনসেলোত্তি। তবে এ বার ইপিএলে তাঁর কোচিংয়ে এভারটন দশে শেষ করল। এ ছাড়াও আনসেলোত্তি জুভেন্তাস, মিলান, চেলসি, পিএসজি-র মতো নামী ক্লাবে কোচিং করিয়েছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন