আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে বড়সড় পরিবর্তন হয়েছে। সর্বশেষ র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন ভারতের তারকা স্পিনার আর অশ্বিন। ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসনকে পিছনে ফেলে এক নম্বর টেস্ট বোলারের মুকুট জিতেছেন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচে আর অশ্বিন শক্তিশালী পারফরম্যান্স করে ছিলেন। এরফলে তাঁকে সর্বশেষ র্যাঙ্কিংয়ে উপকৃত করেছে। ৩৬ বছর বয়সী আর অশ্বিন ২০১৫ সালে প্রথমবারের মতো ১ নম্বর টেস্ট বোলার হয়েছিলেন এবং তার পরে তিনি বহুবার এই চেয়ারে বসেছেন। আবারও নিজের জায়গা দখল করলেন অশ্বিন।
আরও পড়ুন… বাবর ঠুকঠুক করে খেলে, কার্যত বলেই দিলেন পাক সতীর্থ
একইসঙ্গে টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ এক জায়গার সুবিধা নিয়ে চার নম্বরে পৌঁছে গিয়েছেন। রবীন্দ্র জাদেজাও ১০-এর মধ্যে জায়গা পেয়েছেন। আট নম্বরে উঠে এসেছেন তিনি। এইভাবে, তিন ভারতীয় বোলার আইসিসি টেস্ট বোলিং র্যাঙ্কিং-এর শীর্ষ-১০-এ অন্তর্ভুক্ত হয়েছেন। তিন নম্বরে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স রয়েছেন, পাঁচ নম্বরে রয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি।
আরও পড়ুন… IND vs AUS 3rd Test: প্রথম দশ মিনিটেই পিচে বল পড়ে চাকলা উঠছে, অবাক মার্ক ওয়া
আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে রয়েছেন ইংল্যান্ডের অলি রবিনসন এবং সাত নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। নিউজিল্যান্ডের কাইল জেমিসন ৯ নম্বরে এবং অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ১০ নম্বরে রয়েছেন। ১৮ নম্বরে রয়েছেন মহম্মদ শামি। অন্যদিকে, আমরা যদি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের কথা বলি, তাহলে রবীন্দ্র জাদেজা এবং আর অশ্বিন যথাক্রমে ১ নম্বর এবং দুই নম্বরের সিংহাসনে বসেছেন। পাঁচ নম্বরে রয়েছেন অক্ষর প্যাটেল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।