বাংলা নিউজ > ময়দান > Asian Games 2023: অরুণাচলের খেলোয়াড়দের অপমান, চিন সফর বাতিল করলেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর

Asian Games 2023: অরুণাচলের খেলোয়াড়দের অপমান, চিন সফর বাতিল করলেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর

চিন সফর বাতিল করলেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (ছবি-এক্স)

ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর তাঁর চিন সফর বাতিল করেছেন। প্রকৃতপক্ষে, অরুণাচল প্রদেশের খেলোয়াড়দের চিনের হ্যাংঝাউতে অনুষ্ঠিত চলতি এশিয়ান গেমসে প্রবেশ দেওয়া হয়নি। যার পরে ভারত সরকার চিনকে উপযুক্ত জবাব দিয়েছে।

ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর তাঁর চিন সফর বাতিল করেছেন। প্রকৃতপক্ষে, অরুণাচল প্রদেশের খেলোয়াড়দের চিনের হ্যাংঝাউতে অনুষ্ঠিত চলতি এশিয়ান গেমসে প্রবেশ দেওয়া হয়নি। যার পরে ভারত সরকার চিনকে উপযুক্ত জবাব দিয়েছে। বিদেশ মন্ত্রক এই বিষয়ে লিখিত বিবৃতিতে বলেছে যে চিন অরুণাচলের মানুষের সঙ্গে বৈষম্য আচরণ করেছে। তাদের খেলোয়াড়দের এশিয়ান গেমসে এন্ট্রি দেওয়া হয়নি, সেই কারণেই এখন সে দেশে পা রাখবেন না ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। চিনের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে ভারত সরকার। সরকারের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, দেশের কোনও রাষ্ট্রের সঙ্গে এ ধরনের আচরণ বরদাস্ত করা হবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে যে চিন এশিয়ান গেমসের চেতনা এবং নিয়ম উভয়ই লঙ্ঘন করেছে। আসলে এশিয়ান গেমসের উপলক্ষে অনুরাগ ঠাকুরের চিনে যাওয়ার কথা ছিল, কিন্তু চিন সরকারের এই পদক্ষেপ এখন দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলেছে। আমরা আপনাকে বলি যে এশিয়ান গেমসে ভারতীয় উশু দলের তিনজন খেলোয়াড় ছিলেন অরুণাচলের। এশিয়ান গেমসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় মহিলা উশু দলের তিন খেলোয়াড় চিনে যেতে পারেননি। এর আগে তিনজন খেলোয়াড়ই এশিয়ান গেমস কমিটির কাছ থেকে অনুমোদন পেয়েছিলেন কিন্তু এরপর তাদের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়নি। উশু দলটি ১০ ​​সদস্যের ছিল কিন্তু এই মুহূর্তে তারা মাত্র সাত সদস্যকে নিয়েই চিনে গিয়েছে।

আমরা আপনাকে বলি যে জুলাই মাসে অনুষ্ঠিত বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমসেও চিন এমন একটি কাজ করেছিল। ভারতীয় উশু দল এসব খেলায় অংশ নিতে পারেনি। খবরে বলা হয়েছে, চিন অরুণাচলের তিন খেলোয়াড়কে স্টেপল ভিসা দিয়েছে। এরা সেই একই খেলোয়াড় যারা এবার এশিয়ান গেমসে অংশ নিতে পারেননি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন