শুভব্রত মুখার্জি: চলতি হ্যাংঝু এশিয়ান গেমসে রবিবারের দিনটা বেশ ভালোই কেটেছে ভারতীয় দলের। এদিন বিশেষ করে মঞ্চ কাঁপিয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। একের পর এক পদক জয় তারা নিশ্চিত করেছেন দেশের হয়ে। এই সবের মধ্যেই সব থেকে নাটকীয় পদক জয় হয়েছে অ্যাথলিট জ্যোতি ইয়ারাজির! জ্যোতিকে রেস শেষে প্রথমে ব্রোঞ্জ পদকজয়ী হিসেবে ঘোষণা করা হয়। সঙ্গে সঙ্গে তাদের প্রতিবাদ জানায় অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। ভারতীয় ফেডারেশেনের অফিসিয়াল আপত্তির পরেই, বদলে যায় জ্যোতির পদকের রং। ব্রোঞ্জের বদলে তাঁকে রুপোজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এর পরেই ইচ্ছাকৃত অসদাচারণের জন্য চাইনিজ অফিসিয়ালদের এক হাত নেন অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট অঞ্জু ববি জর্জ।
আরও পড়ুন: ইতিহাস গড়লেন ৪০-এর সীমা পুনিয়া, ৪৫ বছর পর লংজাম্পে পদক আনলেন শ্রীশঙ্কর
শেষ পর্যন্ত অবশ্য মহিলাদের ১০০ মিটার হার্ডেলসে রুপো জিতেছেন ভারতের জ্যোতি ইয়ারাজি। রবিবার জ্যোতিকে 'ফলস স্টার্ট' অর্থাৎ রেফারির বাঁশি বাজানোর আগেই রেস শুরু করার দোষে দোষী সাব্যস্ত করা হয়। সঙ্গে সঙ্গে ভারতের তরফে অফিসিয়ালি আপত্তি জানানো হয়। ফাইনালে চিনের ইয়ান্নি য়ু পরপর দু'বার 'ফলস স্টার্ট' করে বসেন। কিন্তু সবাইকে হতবাক করে দিয়ে অফিসিয়ালরা জ্যোতিকে ফলস স্টার্টের দোষে দোষী সাব্যস্ত করেন। সঙ্গে সঙ্গে অফিসিয়ালি প্রতিবাদ জানায় ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন। এই ঘটনাতেই প্রচন্ড ক্ষুব্ধ ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের সহসভাপতি অঞ্জু ববি জর্জ ।
আরও পড়ুন: অ্যাথলেটিক্সে জোড়া সোনা- স্টিপলচেজে ইতিহাস অবিনাশের, শট পাটে ফের বাজিমাত তেজিন্দরের
ঘটনাটি নিয়ে বলতে গিয়ে অঞ্জু জর্জ দাবি করেছেন, ‘অফিসিয়ালদের উদ্দেশ্যই ছিল, এত কিছুর পরেও (ফলস স্টার্ট) ইয়াং য়ুকে রেস চালিয়ে যেতে দেওয়া। জ্যোতিকে ওরা ইচ্ছাকৃত ভাবে বিরক্ত করেছে। এর পিছনে সঠিক কারণটা আমাদের জানা নেই। তবে আমাদের কাছে মাথাব্যথার বিষয় ছিল এটাই যে, ওরা ইচ্ছাকৃত ভাবে জ্যোতিকে বিরক্ত করছে। এটা না হলে জ্যোতি আরও আরও ভালো দৌড়তে পারত। জ্যোতি মানসিক ভাবে স্থিতিশীল ছিল না, এই ঘটনার পরে। তার পরে সঙ্গে সঙ্গেই ওরা রেস চালু করে দেয়। তার পরেও মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে জ্যোতি রুপো জিতেছে। নিয়ম এটাই বলে যে, বাঁশির আগেই রেস শুরু করবে যে, সে বাতিল হয়ে যাবে। জ্যোতি ওর জায়গাতেই ছিল। ওর জায়গা ছাড়েনি। তাই ওরা বলতেই পারে না যে, জ্যোতি জায়গা ছেড়েছিল। অন্য মেয়েটি তো ওর থেকে এক-দেড় স্টেপ আগে ছিল। তার পর ওরা (অফিসিয়ালরা) হঠাৎ করেই জ্যোতির কাছে আসে। এই নাটকটা ওরা করেছে। আমার কাছে খুব অদ্ভূত লাগছে এই আচরণ। সমস্ত অ্যাথলিট এবং কোচেরা মিলে তখন অফিসিয়ালের বিরুদ্ধে প্রতিবাদ জানায় যে, এটা ভুল সিদ্ধান্ত।আপনারা কি করে এই সিদ্ধান্ত নিচ্ছেন!’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।