বাংলা নিউজ > ময়দান > এশিয়ান গেমস ২০২৩ > Asian Games: এশিয়ান গেমসে একটা সোনা সহ চারটি পদক, ১৮ বছর বয়সেই সাফল্যের রাজপথে ইশা সিং

Asian Games: এশিয়ান গেমসে একটা সোনা সহ চারটি পদক, ১৮ বছর বয়সেই সাফল্যের রাজপথে ইশা সিং

ইশা সিং। ছবি- পিটিআই (PTI)

এশিয়ান গেমসে নজর কেড়েছে ভারতীয় শুটাররা। বিশেষ করে ইশা সিং, যিনি চারটি পদক জিতেছেন। যার মধ্যে একটি সোনাও রয়েছে।

এশিয়ান গেমসে একের পর এক পদক জিতে চলেছে ভারত। শুক্রবার বেশ কয়েকটি পদক জিতেছে দেশ। বিশেষ করে শুটিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছে টিম ইন্ডিয়া। সে মহিলাদের হোক কিংবা পুরুষদের। উভয় দলই বেশ ভালো পারফরম্যান্স করেছে তারা। এবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে পদক জিতলেন পলক এবং ইশা।

পলক গুলিয়া ও ইশা সিং ১০মিটার এয়ার পিস্তল ইভেন্টে জিতলেন যথাক্রমে সোনা ও রুপো। টপ পোডিয়ামের লড়াইয়ের জন্য দুই ভারতীয়র মধ্যে লড়াই ছিল শেষ পর্যন্ত। শেষ হাসি হাসেন পলক। এই ইভেন্টে ব্রোঞ্জ জেতেন পাকিস্তানের তালাত কিসমালা। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এবারের এশিয়ান গেমসে একাধিক পদক জিতেছেন ভারতীয় শুটার ইশা সিং। যার মধ্যে ব্যক্তিগত ইভেন্টেও পদক জিতেছেন।

গত বুধবার এশিয়াডে ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা জেতেন ইশা। সেটি ছিল দলগত ইভেন্ট। পাশাপাশি ২৫ মিটার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে রুপো জেতেন ইশা। শুধু তাই নয়, ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টেও রুপো জেতেন। এবার দলগত ইভেন্টে ফের পদক। স্বাভাবিক ভাবেই শুটিংয়ে একাধিক পদকে দেশকে সমৃদ্ধ করছেন তারা।

কে এই ইশা সিং?

২০০৫ সালের ১ জানুয়ারি হায়দরাবাদে জন্ম ইশার। ৯ বছর বয়স থেকে শ্যুটিং খেলা শুরু করেন। মাত্র এক বছরের মধ্যে রাজ্য-স্তরের জুনিয়র চ্যাম্পিয়ন হন তিনি। এরপর একেরপর এক সাফল্য পেয়ে এগিয়ে যান। এবার এশিয়াডেও সাফল্য পেলেন তিনি। তাঁর আসল লক্ষ্য অলিম্পিক্সে পদক জয়। আর সেই টার্গেট নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চান তিনি। এশিয়াডে এই সাফল্য অলিম্পিক্সে ভারতকে অনেকটাই আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছে শুটিং মহল।

অন্যদিকে হায়দরাবাদের এই শুটারের সাফল্যে প্রশংসা করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এছাড়াও অনেকেই তাঁর এই সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তবে শুটিংয়ে ভারতের এই সাফল্যে খুশি প্রত্যেকে। এদিন শুধু মেয়েরাই এশিয়াডে শুটিংয়ে পদক পায়নি। পাশাপাশি ছেলেরাও পদক পেয়েছেন। শুক্রবার পলকেরা পদক জেতার কিছুক্ষণের মধ্যেই ভারতকে সোনা এনে দেন ঐশ্বর্য প্রতাপ সিং তোমর, কুশল স্বপ্নিল এবং অখিল শিয়োরান। বিশ্বরেকর্ড গড়ে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা ভারতের। শুটিং থেকে এবারের এশিয়ান গেমসে ১৫তম পদক জিতল ভারত।

এমনকী বৃহস্পতিবারও শুটিং থেকে সোনা জিতেছিল ভারত। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা এনে দিয়েছিলেন রবজ্যোৎ সিং, শিবা নারওয়াল ও অর্জুন সিংহ চিমা। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছিলেন তাঁরা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মালব্য যোগ এই ৩ রাশির জন্য আনবে সাফল্য ও সম্মান, আয় বাড়বে, জীবনে হবে অগ্রগতি গুয়াহাটি লোকসভা কেন্দ্র ২০২৪: নারীশক্তির লড়াই, জানুন অতীতে দাপট ছিল কোন দলের কোকরাঝাড় লোকসভা কেন্দ্র ২০২৪- ST আসনে হাড্ডাহাড্ডি লড়াই, অতীতে কী হয়েছে পুঞ্চে বায়ুসেনার কনভয় লক্ষ্য করে ধেয়ে আসে ২০০ গুলি! জানুন কীভাবে হয় হামলা ‘ওর ৯ নম্বরে ব্যাট করতে আসার থেকে ফাস্ট বোলার নেওয়া ভালো’, ধোনিকে আক্রমণ ভাজ্জির হীরামন্ডিতে আলমজেব হওয়ার পর বাজেভাবে ট্রোল হলেন, কোন বড় পদক্ষেপ নিলেন শারমিন একের পর এক ধস, বিচ্ছিন্ন বরাক উপত্যকা, ঝড়বৃষ্টির বিরাট সতর্কতা আবহাওয়া দফতরের ২টি কিনলে ১টি ফ্রি- স্টক ক্লিয়ারেন্স সেলে বিকোচ্ছে পাকিস্তানের বিশ্বকাপ জার্সি! বাংলায় ‘খারাপ’ হল ICSE ও ISC পরীক্ষার রেজাল্ট! পাশের হারে টেক্কা মেয়েদের, কত? নিট পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র নিয়ে কেন্দ্র ছাড়লেন পরীক্ষার্থীরা! মুখ খুলল NTA

Latest IPL News

‘ওর ৯ নম্বরে ব্যাট করতে আসার থেকে ফাস্ট বোলার নেওয়া ভালো’, ধোনিকে আক্রমণ ভাজ্জির IPL-সাপোর্ট স্টাফের সমর্থন প্রয়োজন লাগে, কারোর প্রশংসা নাকি কাউকে খোঁচা নারিনের? LSG v KKR ম্যাচে চোখ জুড়ানো ক্যাচ বল বয়ের, অটোগ্রাফ চাইলেন জন্টি রোডস- ভিডিয়ো ধোনির দেখা নেই রে… T20-তে প্রথম নয়ে ব্যাট করতে নামলেন মাহি,মিমে ভরে গেল নেটপাড়া একানা স্টেডিয়ামে প্রথম দল হিসেবে T20 ফর্ম্যাটে দু'শো রানের গণ্ডি টপকাল KKR স্ট্রাইক ও রেট শুনলেই অনেকে ভয় পান, তবে সত্যি চাপা যায় না, বিরাটকে খোঁচা হর্ষের? নারিন ঝড়ের পর,বরুণ-হর্ষিতের তাণ্ডব- LSG-কে ৯৮ রানে উড়িয়ে লিগ টেবলের শীর্ষে KKR বিশ্বকাপ ফাইনালের হেডকে মনে করালেন রমনদীপ, স্টার্কের বলে নিলেন অবিশ্বাস্য ক্যাচ জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স, বোলারদের নিখুঁত স্ট্র্যাটেজি, ২৮ রানে জিতল CSK আইপিএলে চতুর্থবার গোল্ডেন ডাক ধোনির, হার্ষালের বলে আউট, ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.