
লালা নিষিদ্ধ, গাব্বায় বল পালিশের নতুন উপায় দেখাল ভারত, দেখুন ভিডিও
১ মিনিটে পড়ুন . Updated: 18 Jan 2021, 09:37 AM IST- করোনা সংক্রমণের আশঙ্কায় বলে লালার ব্যবহার নিষিদ্ধ করেছে আইসিসি।
খেলার মাঝে বল পালিশ করার ক্ষেত্রে লালার ব্যবহার শুরু থেকেই চলে আসছে। বল চকচকে রাখতে লালার বিকল্প না থাকলেও করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় আইসিসি নিষিদ্ধ করেছে লালার ব্যবহার।
শুধু বোলাররাই নন, ফিল্ডাররাও বলের পালিশ বজায় রাখার ক্ষেত্রে লালা ব্যবহার করতেন। লালা লাগানোর পর ট্রাউজারে বল ঘষে ফিল্ডাররা বোলারের হাতে বল তুলে দিতেন, এমন ছবি ছিল অতি পরিচিত।
এখন লালা ব্যবহারের উপায় নেই। তবে ঘাম ব্যবহার করা যাবে। মাঠে চড়া রোদ ও আদ্রতা না থাকলে বোলার ও ব্যাটসম্যান ছাড়া ঘেমে নেয়ে একশা হতে দেখা যায় না ফিল্ডারদের। গাব্বায় ভারতীয় ফিল্ডারদের কাছে সেই রাস্তাও খোলা ছিল না।
অগত্যা মায়াঙ্ক আগরওয়াল নতুন উপায় খুঁজে বার করলেন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৪৬তম ওভার শেষ করে ফিল্ডিং করতে যাচ্ছিলেন শার্দুল। সদ্য বোলিং করায় তাঁর শরীর ঘামে ভিজে ছিল। মায়াঙ্ক পরবর্তী বোলার নটরাজনের হাতে বল তুল দেওয়ার আগে বলটিকে শার্দুলের বাহুতে ঘষতে থাকেন।
ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের অফিসিয়ার টুইটার হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করে লেখে, ‘পালিশ বজায় রাখার আধুনিক কৌশল।’