বাংলা নিউজ > ময়দান > AUS vs SA: গাব্বার পিচ খেলার জন্য মোটেও ভালো ছিল না, আম্পায়রকে বলেওছিলাম- ক্ষোভ উগরালেন এলগার

AUS vs SA: গাব্বার পিচ খেলার জন্য মোটেও ভালো ছিল না, আম্পায়রকে বলেওছিলাম- ক্ষোভ উগরালেন এলগার

ডিন এলগার।

ম্যাচ শেষ হতে লাগল না পুরো দু'দিনও। ব্রিসবেনের সবুজ উইকেটে ব্যাটারদের নাভিশ্বাস উঠল। দু’দিনেই পড়ল মোট ৩৪টি উইকেট। প্রথম দিনে গিয়েছিল ১৫টি উইকেট। দ্বিতীয় দিনে গেল ১৯টি। সম্ভাব্য ৪৫০ ওভারের মধ্যে খেলায় ১৪৫ ওভারও হল না। মাত্র ৮৬৬টি বল খেলা হল।

ব্রিসবেনের গাব্বায় মাত্র ২দিনে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ শেষ হয়ে যায়। ৬ উইকেটে ম্যাচটি হেরে যায় প্রোটিয়ারা। আর এই ম্যাচে হারের পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার পিচ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। পাশাপাশি দাবি করেছেন যে, তিনি আম্পায়ারদের জিজ্ঞেসও করেছিলেন যে এই পিচ খেলার জন্য আদৌ নিরাপদ কিনা! গুরত্ব দেননি আম্পায়াররা।

ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৫২ রানে গুটিয়ে যায়। জবাবে অস্ট্রেলিয়া ২১৮ রান করে। এর পর প্রোটিয়ারা দ্বিতীয় দিনে চা-বিরতির পরেই ৯৯ রানে অলআউট হয়ে যায়। জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল মাত্র ৩৪ রান। সেটা তাড়া করতে গিয়েই অস্ট্রেলিয়াকে হারাতে হয় ৪ উইকেট। তাও ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় অজিরা।

ব্রিসবেনের সবুজ উইকেটে ব্যাটারদের নাভিশ্বাস ওঠে। দু’দিনেই পড়ে মোট ৩৪টি উইকেট। প্রথম দিনে পড়েছিল ১৫টি উইকেট। দ্বিতীয় দিনে পড়ে ১৯টি। সম্ভাব্য ৪৫০ ওভারের মধ্যে খেলায় ১৪৫ ওভারও হল না। মাত্র ৮৬৬টি বল খেলা হল।

আরও পড়ুন: ২ দিনেই খেল খতম- মাত্র ৮৬৬ বলে শেষ টেস্ট, অজি-প্রোটিয়ারা মিলে গড়ল নজির

ম্যাচ হেরে প্রোটিয়া অধিনায়ক সাংবাদিকদের বলেন, ‘আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে, এই পিচ কি এই ফরম্যাটের জন্য ভালো? দুই দিনে ৩৪ উইকেট, আমি বলব এটা ছিল একতরফা ব্যাপার। আমরা চার-পাঁচ দিন ধরে খেলতে চাই। আমার মনে হয় না, এটা খুব ভালো টেস্ট উইকেট ছিল।’

গাব্বার এই উইকেট ছিল একেবারে সবুজ। আউটফিল্ডের সঙ্গে উইকেট আলাদা করাই যাচ্ছিল না। এলগার যোগ করেছেন, ‘আমি আম্পায়ারদের জিজ্ঞেস করেছিলাম, যখন কেজি (কাগিসো রাবাডা) পায়ে চোট পেল, আমি বলেছিলাম যে, এটা কতক্ষণ চলবে, যখন আপনারা এই পিচকে নিরাপদ নয় ঘোষণা করবেন?’

আরও পড়ুন: ভারতে হলেই হল্লা করত! গাব্বায় ২ দিনেই টেস্ট শেষ হওয়ায় পিচ নিয়ে প্রশ্ন নেটপাড়ার

তিনি আরও যোগ করেন, ‘আমি জানি, খেলাটি অনেক আগেই মরে গিয়েছিল এবং কবরে চলে গিয়েছিল। তবে এটি কখনও-ই খেলা পরিবর্তন বা বন্ধ করার উদ্দেশ্যে ছিল না, তবে এখানেই আম্পায়ারদের বিচক্ষণতা কাজে লাগে। খেলা হবে কিনা- এই সিদ্ধান্তটা আম্পায়ারই নিতে পারে। খেলোয়াড় হিসেবে আমাদের কাজ নয়।’

এলগার এও বলেছেন, আম্পায়াররা তাকে এ বিষয়ে কোনও জবাব দেননি। তাঁর দাবি, ‘আমি একজন কিউরেটর নই। আমি জানি না কী ভাবে ক্রিকেট পিচ প্রস্তুত করা হয়। তবে বল গতিতে হচ্ছিল বা যেমন বল হচ্ছিল, সেটা হওয়া উচিত হয়নি।’

পাশাপাশি এলগার দাবি করেছেন, অস্ট্রেলিয়াকে আরও ৬০ রান তাড়া করতে হলে, ফল অন্য রকম হতেই পারত। তবে তিনি এ কথা জানাতেও ভোলেননি, ‘গত দু'দিন যা ঘটেছে, সেটাই আমি ভাবার চেষ্টা করছি।’ গাব্বা দীর্ঘকাল ধরেই অস্ট্রেলিয়ার জন্য একটি সুরক্ষিত দুর্গ, যারা ১৯৮৮ সাল থেকে মাত্র একবার এখানে হেরেছে। দক্ষিণ আফ্রিকা আবার এই নিয়ে গাব্বায় পাঁচ বার টেস্টে হারল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

TMC কাউন্সিলর প্রত্যক্ষ মদতে তৈরি হয়েছিল হেলে পড়া বেআইনি বহুতল, দাবি স্থানীয়দের BGTতে ব্যর্থ হয়ে একযোগে রঞ্জিতে নামছেন পন্ত-গিলরা! যশস্বী খেলবে, বিরাট কি নামবে? আসছে সকাত চৌথ, জেনে নিন দিনক্ষণ তিথি পুজোর শুভ সময় ও চন্দ্রোদয়ের মুহূর্ত বিয়ের পর রুবেল-শ্বেতার রিসেপশন কার্ডও এল সামনে, কোথায় হচ্ছে দুজনের বউভাত? মহিলাকে ‘গণধর্ষণ BJP সভাপতি ও গায়কের, করা হয় ভিডিয়োও', অস্বীকার হরিয়ানার নেতার একে অপরের ওপর ছুরি নিয়ে হামলা, প্রাণ গেল ২ দুষ্কৃতীর দঃ আফ্রিকা দল থেকে বাদ পড়েই SA20তে জ্বলে উঠলেন তারকা পেসার! জেতালেন জোবার্গকে 'কাহো না পেয়ার হ্যায়’ থেকে শেষ মুহূর্তে বাদ! করিনাকে সরানো নিয়ে মুখ খুলল আমিশা আজ থেকে শুরু পবিত্র মাঘ মাস, এমাসে স্নান দান পুজো গীতা পাঠের মাহাত্ম্য জেনে নিন বাংলায় আবার পারদ পড়বে কবে? ১.২ ডিগ্রি তাপমাত্রা কমল কলকাতার, ৪ জেলায় ঘন কুয়াশা

IPL 2025 News in Bangla

ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে? IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে MCGতে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর? ‘মাথায় হাত থাকলে সুযোগের পর সুযোগ, আর না থাকলে… ’! BCCI আর গম্ভীরকে খোঁচা মনোজের অশ্বিনের পথে হেঁটে অবসরে জাদেজাও? রহস্যজনক পোস্টে বাড়ল জল্পনা! দেখে নিন সেই ছবি ২০২৫ IPLএ অধিনায়ক বিরাট? জল্পনা জিইয়ে রাখলেন ফ্লাওয়ার! বললেন,এখনও সিদ্ধান্ত হয়নি কাউন্টি খেলে ইংল্যান্ডে টেস্টের প্রস্তুতি নেবেন বিরাট? RCB না চাইলে প্রায় অসম্ভব

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.