২১ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ আরও একটি অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন। ইতিমধ্যেই তিনি নয় বার জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন। আরও একবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন তিনি। মেলবোর্নের রড ল্যাভার এরিনায় এবারে তিনি সেমিফাইনালে হারালেন আমেরিকার টমি পলকে। স্ট্রেট সেটে জয় লাভ করলেন তিনি। টমি পলকে পরাজিত করে নোভাক জকোভিচ এই কৃতিত্ব অর্জন করলেন। সার্বিয়ান টেনিস তারকা সেমিফাইনালে জিতলেন ৭-৬, ৬-১, ৬-২ সেটে। এই জয়ের ফলে দশমবার অস্ট্রেলিয়ান ওপেন জেতার সামনে দাঁড়িয়ে নোভাক জকোভিচ।
আরও পড়ুন… Ranji Trophy: অস্ট্রেলিয়া সিরিজের আগে চলল না জাদেজার ব্যাট, আবার সস্তায় আউট হয়ে হারলেন ম্যাচ
এবার ফাইনালে নোভাক জকোভিচের প্রতিপক্ষ গ্রিসের টেনিস খেলোয়াড় স্টেফানোস সিসিপাস। তাঁর সঙ্গে ফাইনালে সাক্ষাৎ হবে জকোভিচের। এই ম্যাচ জিতলেই একজন খেলোয়াড় হিসাবে রাফায়েল নাদালের সবচেয়ে বেশি শিরোপা জয়ের সংখ্যার সমান হয়ে যাবে নোভাক। নোভাক জকোভিচ শুক্রবার আমেরিকান টমি পলকে বিধ্বস্ত করে দেন। প্রথম সেটে টমি কিছুটা লড়াই চালিয়ে ফল করেছিলেন ৭-৫। তবে তারপরে আর দাঁড়াতেই পারেননি টমি। পরের দুটি সেটে ৬-১ ও ৬-২ জেতে নোভাক। এই জয়ের ফলে গত বছর করোনা সংক্রান্ত নানা বিতর্ককে পিছনে ফেলে দিয়েছেন তিনি।
আরও পড়ুন… সাত উইকেট নিয়ে টুইটারে বিপক্ষের ব্যাটারদের সতর্ক করলেন জাদেজা
আগের সেমিফাইনালে রাশিয়ান কারেন খাচানভকে হারিয়ে মেলবোর্ন পার্কে প্রথম ফাইনালের টিকিট নিশ্চিত করেছিলেন স্টেফানোস সিসিপাস। এবার টুর্নামেন্টের ফাইনলে নয়বারের চ্যাম্পিয়ন জকোভিচের সঙ্গে রবিবারের টুর্নামেন্টের নির্ধারক ম্যাচে মুখোমুখি হবেন। টুর্নামেন্টের তৃতীয় বাছাই স্টেফানোস সিসিপাস যে নোভাক জকোভিচকে সহজে জিততে দেবেন না সেটা বিশেষজ্ঞরা মনে করেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।