ওয়ানডেতে দ্রুততম পাঁচ হাজার রানের রেকর্ড গড়েছেন তিনি। রানের রেকর্ড ভাঙার একদিন পর, বাবর আজম নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে তাঁর কেরিয়ারের পরবর্তী লক্ষ্য প্রকাশ করেছেন। বাবর আজম রবিবার তাঁর শততম ওডিআই ম্যাচ খেলতে নেমেছেন। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম একদিনের ম্যাচ খেলতে নেমেছে পাকিস্তান। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে আইসিসির একদিনের ব়্যাঙ্কিংয়ে প্রথম স্থান ধরে রাখতে চাইবে তারা।
পিসিবি ডিজিটালের সঙ্গে কথা বলার সময় বাবর কেরিয়ারের বেশ কয়েকটি কথা স্মরণ করেন যার মধ্যে প্রথমবার তাঁকে দলে ডাকা হয়েছিল সেই বিষয় তুলে ধরেন। বাবর বলেন, 'এটি সম্পূর্ণ ভিন্ন অনুভূতি ছিল। আমাকে দলে নেওয়ার বিষয়ে একটি আলোচনা চলছিল তা আমি জানতাম। তবে আমি যখন জাতীয় দল থেকে ফোন পাই সেই মুহূর্তটা সত্যিই অসাধারণ ছিল। আমি আমার পরিবারের সঙ্গে বসেছিলাম। তারা এই খবরে অনেক খুশি হয়। যখন আমি পাকিস্তানের ক্রিকেটার হিসেবে গাদ্দাফি স্টেডিয়ামে প্রবেশ করি সেই সময় আমার নিজের কঠোর পরিশ্রমের কথা মনে পড়ছিল। একজন বল বয় থেকে নেট বোলার এইসবটাই পার করে এই জায়গায় এসে পৌঁছেছি আমি।'
আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার পথে তিনি যে অনেক ত্যাগ স্বীকার করেছেন তাও স্মরণ করেছেন পাকিস্তান অধিনায়ক। তিনি জানান অনূর্ধ্ব-১৫ আঞ্চলিক ক্রিকেটার হিসেবে প্রথম মরশুমের তাকে জাতীয় অ্যাকাডেমিতে সুযোগ দেওয়া জন্য বাছাই করা হয়নি।
জাতীয় দলে বাবর তাঁর কেরিয়ার একটি ভালো শুরু করেছিলেন। কিন্তু শুরুতে বড় রানে পরিণত করতে পারছিলেন না তিনি। সেই ক্ষেত্রে তাঁকে সাহায্য করেন প্রাক্তন প্রধান কোচ এবং বর্তমান টিম ডিরেক্টর মিকি আর্থার। সংযুক্ত আরব আমিরশাহীতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন সেঞ্চুরির মাধ্যমে বাবর নিজের কেরিয়ারের ঘুরে দাঁড়ান। এই বিষয়ে তিনি বলেন, 'আমি মিকির কথা উল্লেখ করতে চাই কারণ, সে আমার এই ভালো পারফরম্যান্সের পিছনে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করেছে। ও আমাকে নিজের সেরা খেলাটা খেলতে বলে। জাতীয় দল থেকে বাদ হবার চিন্তা মন থেকে বের করে দেয়। যা আমাকে খুব সাহায্য করে।'
২০১৯ সালে, বাবরকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়। অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর বাবর আজমের পরিসংখ্যানও বেড়ে যায়। ওডিআইতে, অধিনায়ক হিসেবে তার গড় ৭৫-এর বেশি। ২৫ ম্যাচে ৭টি সেঞ্চুরি রয়েছে তাঁর। তিনটি টি-টোয়েন্টি সেঞ্চুরি রয়েছে দলের অধিনায়ক হিসেবে। টেস্টে অধিনায়ক হিসেবে তাঁর ব্যাটিং গড় ৫০ পেরিয়ে গিয়েছে। চলতি বছরে শেষের দিকে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। এই টুর্নামেন্টে পাকিস্তান ভারতের দল পাঠাবে কিনা তা নিয়ে জল্পনা চলছে। তবে বাবরকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক হওয়াটা গর্বের বিষয়।'