HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > Asia Cup 2022: দলের স্বার্থে ত্যাগস্বীকার, জিতে উঠে তৃপ্ত শোনাল শ্রীলঙ্কা অধিনায়ককে, জানুন নেপথ্যের কাহিনি

Asia Cup 2022: দলের স্বার্থে ত্যাগস্বীকার, জিতে উঠে তৃপ্ত শোনাল শ্রীলঙ্কা অধিনায়ককে, জানুন নেপথ্যের কাহিনি

Asia Cup 2022-এর ডু-অর-ডাই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরের টিকিট নিশ্চিত করে শ্রীলঙ্কা।

দাসুন শানাকা। ছবি- এপি

দলের স্বার্থেই ত্যাগস্বীকার, বাংলাদেশের বিরুদ্ধে উত্তেজক জয়ের পরে ব্যক্তিগত স্বার্থ নিয়ে এমনটাই দাবি শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকার। তবে উল্লেখযোগ্য এই স্বার্থত্যাগ দলের কাজে লাগায় খুশি প্রকাশ করেন দাসুন।

বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপের ডু-অর-ডাই ম্যাচ জিতে সুপার ফোরে প্রবেশ করে শ্রীলঙ্কা। দলের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন শানাকা। তিনি ৬ নম্বরে ব্যাট করতে নেমে ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৪৫ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন। কুশল মেন্ডিসের সঙ্গে জুটি বেধে দলকে জয়ের মঞ্চে বসিয়ে দেন তিনি।

ম্যাচের শেষে দাসুন জানান, তিনি দলের স্বার্থেই নিজে উপরের দিকে ব্যাট করতে যাননি। সঙ্গে শানাকা এও জানিয়েছিলেন, একসময় পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ হারতে চলেছেন বলে মনে হয়েছিল তাঁদের।

আরও পড়ুন:- Asia Cup 2022: সিনিয়র তারকারা গায়ে হাওয়া লাগালে এমন ফলই প্রত্যাশিত, এশিয়া কাপ থেকে বাংলাদেশের ছিটকে যাওয়ার ৫টি কারণ

ম্যাচের গতিপ্রকৃতি নিয়ে কী বললেন শানাকা?পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দাসুন বলেন, 'ম্যাচের মাঝামাঝি সময়ে লক্ষ্যটা কঠিন বলে মনে হচ্ছিল। তবে আমি আর মেন্ডিস যখন ব্যাট করছিলাম, মনে হয় যে, লক্ষ্যে পৌঁছে যাওয়া যাবে।

আলাদা করে কাদের কৃতিত্ব দিলেন শ্রীলঙ্কা অধিনায়ক?বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কার জয়ে লোয়ার অর্ডার ব্যাটসম্যানরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে শ্রীলঙ্কা দলনায়ক আলাদা করে কৃতিত্ব দেন দুই ওপেনারকে। তিনি বলেন, ‘আজ (বাংলাদেশ ম্যাচে) আমাদের ওপেনাররা দারুণ খেলেছে। অন্যান্য ম্যচগুলিতে এই জায়গাটায় আমাদের সমস্যা হচ্ছিল। ওপেনিং পার্টনারশিপটাই দলের মধ্যে বিশ্বাসের জন্ম দেয়।’

নিজের ব্যাটিং অর্ডার নিয়ে শানাকা কী বলেন?শ্রীলঙ্কা অধিনায়ক স্পষ্ট জানান যে, ব্যাটিং অর্ডারে নিজেকে তুলে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল তাঁর। তবে দলের স্বার্থেই তিনি নীচের দিকে ব্যাট করতে নামেন। শানাকা বলেন, 'আমি ভেবেছিলাম (উপরের দিকে ব্যাট করার বিষয়ে)। তবে দলের স্বার্থে আমাকে নিজের জায়গা ছাড়তে হয় এবং সেটা করে আমি খুশি। আমার প্রথম লক্ষ্য হল দলের জয়।'

আরও পড়ুন:- Bangladesh vs Sri Lanka: একই ব্যাটসম্যানকে চারবার জীবনদান, বাংলাদেশের ভুলের সুযোগ নিয়ে মেন্ডিস ঘুরিয়ে দিলেন ম্যাচ

কখন দুশ্চিন্তা গ্রাস করেছিল শ্রীলঙ্কা অধিনায়ককে?ম্যাচের শেষবেলায় একসময় শানাকার মনে হয় যে, ম্যাচ হারতে চলেছেন তাঁরা। তাঁর কথায়, ‘চামিকা রান-আউট হতে মনে হয়েছিল ম্যাচ শেষ। তবে অসিথা ফার্নান্ডোর ২টি শট অসাধারণ ছিল।’

ম্যাচের সংক্ষিপ্ত ফল:শুরুতে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৩ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১৯.২ ওভারে ৮ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮৪ রান সংগ্রহ করে নেয়। ৪ বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জেতে শ্রীলঙ্কা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বেআইনি অস্ত্রের খবর কেন ছিল না পুলিশের কাছে? প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরেই 'আগে ভাবতাম আরএসএস মানে…এখন ভোগ করতে করতে…,' আর কী বললেন মমতা? এ তো পুরো রাজযোটক! র‍্যাপিড ফায়ারে মিলে গেল আদৃত-কৌশাম্বির সব পছন্দ, দেখুন ভিডিও তিনিই গরিবের 'মসিহা', এখন মহা বিপদে পড়েছেন সেই সোনু সুদ, তাঁর সঙ্গে কী ঘটেছে? ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের বয়সকে কাঁচকলা! ৬০ এই আলেজান্দ্রার মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট, কে তিনি? ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো সুভাষের নার্সিংহোমে চিকিৎসায় গাফিলতি, বিজেপি প্রার্থীর ছেলের বিরুদ্ধে FIR ভারতের ৫২৭ খাবারে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক! দাবি করছে EU কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর

Latest IPL News

১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঋষভ পন্ত না সঞ্জু স্যামসন-কাকে বাছলেন সৌরভ? চোখের নিমেষে ৫০, নিজের পুরনো নজির ছুঁলেন ফ্রেজার, বেঁচে গেল গেইলের বিশ্বরেকর্ড পঞ্জাব ব্যাটারদের হাতে তুলোধনা, ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে পণ্ডিতের বিশেষ বার্তা KKR-এর বিরুদ্ধে রেকর্ড জয়ের পর দিনই দুঃসংবাদ PBKS শিবিরে,দল ছাড়লেন তারকা বিদেশি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.